এমপি হত্যা: সুন্দরগঞ্জে সর্বাত্মক হরতাল পালিত: আটক ১৮

0
478

দুর্বৃত্তদের গুলিতে গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনকে গুলি করে হত্যার প্রতিবাদে সুন্দরগঞ্জ পৌর এলাকায় রোববার সকাল-সন্ধ্যা সর্বাত্মক হরতাল পালিত হয়। উপজেলা আওয়ামী লীগের ডাকা এ হরতাল চলাকালে সুন্দরগঞ্জ উপজেলার সকল ব্যবসা প্রতিষ্ঠান ও সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ থাকে। এছাড়া গাইবান্ধা জেলা শহরেও জেলা যুবলীগের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

রোববার সকালে হরতালের সমর্থনে সুন্দরগঞ্জের বামনডাঙ্গা এলাকায় লালমনিরহাট থেকে ছেড়ে আসা সান্তাহারগামী ২০ ডাউন ও ঢাকা থেকে ছেড়ে আসা লালমনি এক্সপ্রেস ট্রেন দুটি দীর্ঘ সময় অবরোধ করে রাখা হয়। এছাড়া পিকেটাররা বিভিন্ন সড়কের মোড়ে মোড়ে গাছ কেটে তাতে আগুন জ্বালিয়ে দেয় এবং সকল সড়ক অবরোধ করে রাখে। বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে কালো পতাকা উত্তোলন করা হয়। এছাড়া ঘটনার পর থেকে গোটা সুন্দরগঞ্জ উপজেলায় থমথমে অবস্থা বিরাজ করছে এবং প্রতিবাদে মাঝে মাঝে বিক্ষোভ মিছিল করে বিক্ষুব্ধ ও শোকাহত কর্মী সমর্থকরা। পরিস্থিতি নিয়ন্ত্রনে বামনডাঙ্গাসহ সুন্দরগঞ্জ এলাকায় অতিরিক্ত পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়।

১৮ জন আটক ঃ সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আতিয়ার রহমান জানান, এই খুনের সাথে জড়িত থাকার দায়ে শনিবার রাতেই ৬জনকে এবং রোববার আরও ১২জনসহ মোট ১৮ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তবে গোপনীয়তার কারণে পুলিশ আটককৃতদের নাম জানাতে অস্বীকৃতি জানায়। ঢাকা থেকে কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রতিনিধি দল ঃ এমপি লিটনকে হত্যা করার পর ঢাকা থেকে কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রতিনিধি হিসেবে যুগ্ম সারাধণ স¤পাদক জাহাঙ্গীর কবির নানক, আওয়ামী লীগের রংপুর বিভাগীয় সাংগঠনিক স¤পাদক সংসদ সদস্য এবিএম মোজাম্মেল হক, জাতীয় সংসদের হুইপ মাহবুব আরা বেগম গিনি এমপি শনিবার রাতেই গাইবান্ধায় এসে পৌছান এবং গাইবান্ধা সার্কিট হাউজে অবস্থান করে রোববার সকালে তারা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চলে যান।

এমপি লিটনের নামাজে জানাযা ও দাফন ঃ রংপুর পুলিশ লাইনে এমপি লিটনের প্রথম জানাযা অনুষ্ঠিত হয়। তারপর হেলিকাপ্টারযোগে আওয়ামী লীগ নেতৃবৃন্দ তার মরদেহ রোববার দুপুরের পর ঢাকায় নিয়ে যায়। সোমবার সেখানে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্ল¬াজায় তার ২য় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এছাড়া ২য় দফা জানাযা শেষে ওইদিন বিকেলে হেলিকাপ্টারযোগে এমপি লিটনের মরদেহ সুন্দরগঞ্জে আনা হবে এবং বাদ আছর সুন্দরগঞ্জের ৩য় দফা জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হবে বলে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক জানিয়েছেন। ৫ জন খুনি এমপি লিটনের কিলিং মিশনে অংশ নেয় ঃ পুলিশের একটি সুত্র নাম প্রকাশ না করার শর্তে প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জানায়, কিলিং মিশনে ৫ জন খুনি অংশ গ্রহণ করেছিল। প্রাথমিক পর্যায়ে ধারণা করা হচ্ছে তারা বহিরাগত। কালো কোট-প্যান্ট পরিহিত সবার বয়স ৩০ থেকে ৩৫ বছরের মধ্যে। এদের একজনের মুখে ফ্রেঞ্চকাট দাঁড়ি ছিল। তারা দুটো মটর সাইকেলে করে এসে বিকেল ৪টা থেকে এমপি লিটনের বাড়ি এবং আশেপাশের এলাকায় র‌্যাকি করে। পরে তারা এমপি লিটনের বাড়িতে প্রবেশ করে। এসময় এমপি লিটন বাড়ির সামনে গাবগাছের নিচে বসে ছেলেদের বল খেলা দেখছিল। তার সাথে ছিল স্ত্রী খুরশিদ জাহান স্মৃতি ও এমপির শ্যালক বেতার। দুটি মটর সাইকেলে ৫ জন কিলার এলেও বাকি তিনজন মটর সাইকেলের পাশেই দাঁড়িয়ে থাকে। দু’জন এগিয়ে এসে এমপি লিটনের কাছে জরুরী কথা বলতে চায়। এসময় এমপি তাদের অপেক্ষা করতে বলে একটু পরে সাক্ষাত দিবেন বলে জানায়। পরে সন্ধ্যা ৫টা ৪০ মিনিটের দিকে ওই দু’জনার সাথে কথা বলার জন্য এমপি বাইরের বৈঠক খানায় প্রবেশ করলে তার স্ত্রী, শ্যালকও তার সাথে যায়। বৈঠকখানা ঘরে গিয়ে একজন কিলার এমপি’র স্ত্রীকে বলে যে, স্যারের সাথে আমরা একান্তই ব্যক্তিগত কিছু কথা বলতে চাই। এ কথা বলার পর স্ত্রী ও শ্যালক পাশের ঘরে চলে যায়। এর কিছুক্ষণ পরেই তারা গুলির শব্দ শুনতে পেয়ে ছুটে আসে। এমপি লিটনও তাকে গুলি করে মেরে ফেললেও চিৎকার করে বৈঠকখানা ঘরের পশ্চিম দিকের দরজা দিয়ে বাড়ির ভেতরে উঠোনে ছুটে বেরিয়ে আসে। এসময় বাড়ির দু’জন গৃহপরিচারিকা ও স্ত্রী তাকে জড়িয়ে ধরলে সে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে। পরে এমপির শ্যালক বেতার ও বাড়ির কেয়ার টেকার ইসমাইল এমপির বৈঠক খানা ঘর থেকে ৩ রাউন্ড গুলির শব্দ শুনেই সেখানে ছুটে আসে এবং পলায়নরত আততায়ী যুবকদের বেতারের সাথে গাড়ি নিয়ে ধাওয়া করলে তারা গুলি ছুঁরতে ছুঁরতে মটর সাইকেলে পালিয়ে যায়। বাড়ি থেকে বেরিয়েই কিলাররা একটি মটর সাইকেলে যায় পূর্ব দিকের রাস্তা দিয়ে বামনডাঙ্গার দিকে এবং অপরটি পশ্চিম দিকে নলডাঙ্গার রাস্তায় চলে যায়।

এমপি লিটনের উপর ৬ রাউন্ড গুলি বর্ষণ করা হয়েছিল ঃ পুলিশের ওই সুত্র থেকে জানা গেছে, এমপি লিটনের বৈঠক খানা ঘর থেকে ৪ রাউন্ড গুলির খোসা ও ২টি ফায়ারর্ড বুলেট উদ্ধার করা হয়েছে। সম্ভব্যত এই ফায়ারর্ড বুলেট দুটিই এমপির দেহ ভেদ করে বেরিয়ে আসে এবং সে কারণেই তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। পুলিশি তদন্তে হত্যার কারণ সম্পর্কে ৫টি বিষয়ের উপর গুরুত্ব দেয়া হচ্ছে ঃ পুলিশ সুত্রে জানা গেছে, এ হত্যার কারণ নির্ণয়ে ৫টি সম্ভাব্য বিষয়ের উপর বিশেষ গুরুত্ব দিচ্ছে পুলিশ। এ বিষয়গুলো হলো- জেএমবি ও জঙ্গিদের পরিকল্পিত হত্যাকান্ড, জামায়াত-শিবির চক্রের হামলা, রাজনৈতিক প্রতিপক্ষ, পারিবারিক শত্র“তা এবং সর্বশেষ জেলা পরিষদ নির্বাচন। পুলিশ আশাবাদি খুব সত্ত্বর তারা হত্যার মূল উদ্দেশ্য বের করে ফেলতে পারবেন। এই মোটিভ জানা সম্ভব হলেই প্রকৃত হত্যাকারিকে বের করার সহজ হবে। সুন্দরগঞ্জে নববর্ষের প্রথমদিনে নতুন বই পাচ্ছে না শিক্ষার্থীরা ঃ মর্মান্তিক এই হত্যাকান্ডে সুন্দরগঞ্জ উপজেলায় সর্বাত্মক হরতাল পালিত হওয়ায় গোটা উপজেলায় প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা নববর্ষের প্রথমদিনে নতুন বই হাতে পায়নি। ঢাকা থেকে যথারীতি ট্রাকযোগে বই এলেও ট্রাক ভর্তি বই গাইবান্ধায় আটকা পড়েছে। তদুপরি আকস্মিক হরতালে বিদ্যালয়গুলো বন্ধ থাকায় ছাত্রছাত্রীদের হাতে বই পৌছায়নি। প্রসঙ্গত উল্লেখ্য যে, গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে নির্বাচিত আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন শনিবার সন্ধ্যায় সুন্দরগঞ্জের নিজ বাড়িতে দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়। গুলিবিদ্ধ হওয়ার পর তাকে আশংকাজনক অবস্থায় দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে তাকে আইসিইউতে নেয়া হয়। রাত সাড়ে ৭টায় কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here