মার্কিন যুক্তরাষ্ট্রের নামকরা সাময়িকী ফোর্বস রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে এবারো বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি নির্বাচিত করেছে। মার্কিন মুলুকের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে টপকে প্রথম স্থানে রয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। প্রভাবশালী তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন জার্মানির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল। তার ঠিক পরেই রয়েছেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বর্তমানে বিশ্বের নবম ক্ষমতাধর ব্যক্তি হিসেবে বিবেচনা করছে ফোর্বস।
তালিকার শীর্ষ অবস্থানটি টানা তিন বছর ধরে দখল করে আছেন পুতিন। গত বছরের তালিকায় তৃতীয় স্থানে ছিলেন থাকা মার্কিন যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামা। এবার তার স্থান হয়েছে ৪৮ নম্বরে।
ক্ষমতার বিস্তৃতি, আর্থিক প্রভাব, একাধিক ক্ষেত্রে ক্ষমতাশালী- এসব সূচক ধরেই ক্ষমতাধরদের তালিকা তৈরি করা হয়ে থাকে।v