বাংলাদেশে যাত্রা শুরু করেছে কাতারের অন্যতম বৃহৎ কমার্শিয়াল ব্যাংক দোহা ব্যাংক কিউএসসি।

0
232

বাংলাদেশে যাত্রা শুরু করেছে কাতারের অন্যতম বৃহৎ কমার্শিয়াল ব্যাংক দোহা ব্যাংক কিউএসসি। বৃহস্পতিবার রাজধানীর হোটেল ওয়েস্টিনে সংবাদ সম্মেলনের মাধ্যমে ব্যাংকটির রিপ্রেজেন্টেটিভ অফিস উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন দোহা ব্যাংকের সিইও ড. আর সীতারমণ।

সম্মেলনে জানানো হয়, ভারতীয় মুদ্রায় নস্ট্রো অ্যাকাউন্ট স্থাপনে তাৎক্ষণিক সহায়তা দেবে এই ব্যাংক। এছাড়া এই ব্যাংক বাংলাদেশের শীর্ষস্থানীয় ব্যাংকগুলোকে ট্রেড ফাইন্যান্স সাপোর্ট, রিস্ক শেয়ারিংয়ে অংশগ্রহণ, সিন্ডিকেশন লোনে অংশগ্রহণে সহযোগিতা করবে দোহা ব্যাংক।

ড. আর সীতারমণ বলেন, ‘বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি অন্যতম উদীয়মান বাজার এবং এদেশে কার্যক্রম সম্প্রসারণের ফলে দোহা ব্যাংক এদেশের ব্যবসায়িক সমৃদ্ধিতে অংশগ্রহণ করতে পারবে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, দ্বিপক্ষীয় বাণিজ্য এবং ব্যবসায়িক সম্পর্ক তখনই সার্থক হবে যখন কাতার থেকে এখানে অন্তর্মুখী এবং বহির্গামী উভয় ধরনের লেনদেন এবং তাদের সঙ্গে আমাদের ব্যক্তিগত পর্যায়ে একটি সুসম্পর্ক থাকবে।’

বাংলাদেশে দোহা ব্যাংকের রিপ্রেজেন্টেটিভ অফিস, কাতার, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত এবং ভারত, যেখানে আমাদের সম্পূর্ণ ব্যাংকিং সেবার উপস্থিতি রয়েছে, তাদের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্যের ক্ষেত্রে আমাদের আন্তর্জাতিক মানের সেবাদানকে আরও সহযোগিতা করবে।

উল্লেখ, ১৯৭৯ সালে স্থাপিত দোহা ব্যাংক সম্পদের দিক দিয়ে কাতারের তৃতীয় বৃহত্তম স্থানীয় ব্যাংক যার মার্কেট শেয়ারের পরিমাণ ৭.১ শতাংশ এবং মোট সম্পদের পরিমাণ ৮৪.৫ বিলিয়ন কাতারি রিয়াল। সংযুক্ত আরব-আমিরাত (দুবাই এবং আবুধাবি), কুয়েত এবং ভারতে ব্যাংকটির শাখার পাশাপাশি যুক্তরাজ্য, জার্মানি, তুরস্ক, সিঙ্গাপুর, চীন, দক্ষিণ কোরিয়া, জাপান, হংকং, অস্ট্রেলিয়া, সংযুক্ত আরব আমিরাত, কানাডা এবং সাউথ আফ্রিকায় এর রিপ্রেজেন্টেটিভ অফিস রয়েছে। বাংলাদেশের অফিসটি সংখ্যার দিক দিয়ে ১৩তম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here