ইংরেজিতে চালু হচ্ছে জেন্ডার নিরপেক্ষ সর্বনাম

0
251

বাংলায় যেমন ‘সে’, ‘তিনি’, ‘তার’, ‘তাকে’ ইত্যাদি সর্বনাম দিয়ে নারী-পুরুষ দু’জনকেই বোঝানো যায়, ইংরেজিতে সেটা সম্ভব না। সেখানে না চাইতেও ‘হি’ (he), ‘শি’ (she), ‘হিজ’ (his), ‘হার’ (her) প্রভৃতি শব্দ ব্যবহারের মাধ্যমে মানুষটি নারী না পুরুষ তা বোঝাতে হয়। বিশেষ করে ট্রান্সজেন্ডার, বা তৃতীয় লিঙ্গের মানুষদের সম্বোধন করতে গেলে এই সমস্যাটি বেশ বিব্রতকর হয়ে পড়ে।

এই সমস্যা সমাধানে যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ইউনিয়ন কর্মকর্তারা নতুন একটি সর্বনাম চালুর ঘোষণা দিয়েছেন: ‘জি’ (ze)। বলা হয়েছে, এখন থেকে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীকেই ‘হি’ অথবা ‘শি’র বদলে এই ‘জি’ সর্বনামটি ব্যবহার করতে হবে।

জেনেশুনে তৃতীয় লিঙ্গের কোনো ব্যক্তিকে ভুল সর্বনামে ডাকা বিশ্ববিদ্যালয়ের আচরণবিধি অনুসারে অপরাধ। নতুন এই সর্বনামের ফলে ছাত্র-ছাত্রীদের মাঝে জেন্ডার বৈষম্য কমবে এবং তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীরা ভুল সর্বনামে সম্বোধন করায় ক্ষুব্ধ হবেন না বলে আশা করছে শিক্ষার্থী ইউনিয়ন। তাদের প্রত্যাশা, শুধু অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে নয়, বিভিন্ন লেকচার-সেমিনারে, এমনকি সময়ের সাথে সাথে সামাজিকভাবেও ‘জি’ সর্বনামের ব্যবহার গৃহীত হবে।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন মানবাধিকার ও এলজিবিটি বিষয়ক সমাজকর্মী পিটার ট্যাটচেল। বলেছেন, এর মধ্য দিয়ে মানুষের নিজেকে নারী বা পুরুষ নয়, একজন মানুষ হিসেবে পরিচয় দেয়ার অধিকারকে সম্মান জানানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here