মেসি না রোনালদোর হাতে আজ ব্যালন ডি’অর!

0
0

এক বছরের তর্ক-বিতর্ক ও ভবিষ্যদ্বাণীর সমাপ্তি হতে যাচ্ছে আজ। ফিফার সঙ্গে সম্পর্ক চুকিয়ে ফ্রান্স ফুটবলের একক সম্পত্তি ব্যালন ডি’অর অ্যাওয়ার্ড দেওয়া হবে আজ। ৩০ জনের লম্বা তালিকা থেকে মাত্র তিনজনের নাম ঘোষণার পর শুধু একজনের হাতে উঠবে সোনালী বলের এ ট্রফিটি। সেটা কার হাতে উঠতে যাচ্ছে? এজন্য অধীর অপেক্ষায় সারা বিশ্ব।

প্রথমে জেনে নেওয়া দরকার যে, নতুন নিয়মে সাংবাদিকরা ব্যালন ডি’অরের জন্য ভোট দেবেন। যিনি জিতবেন, তিনিই যে এর উপযুক্ত দাবিদার- সেটা মানতেই হবে। কারণ এবার বিজয়ী চূড়ান্ত হবেন তাদের মাধ্যমে, যারা ফুটবল নিয়মিত অনুসরণ করেন।

অবশ্য অনেকেই ঠিক করে ফেলেছেন কার হাতে উঠছে ব্যালন ডি’অর? বেশি করে শোনা যাচ্ছে রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড ক্রিস্তিয়ানো রোনালদোর নাম। ফেলনার তালিকায় রাখা যাবে না লিওনেল মেসিকেও। আন্তোয়ান গ্রিজমানকে রাখা হয়েছে সম্ভাবনার তালিকায়। তবে পারফরম্যান্স ও প্রাপ্তি-অপ্রাপ্তির বিচার বিশ্লেষণে কোন প্রার্থী এগিয়ে? চলুন দেখে নেওয়া যাক।

রোনালদোর কথা আগে বলা যায়। ২০১৬ সালটা নিজের করে নিয়েছেন তিনি। সব বড় মুহূর্তগুলোয় সামনে ছিলেন ৩১ বছর বয়সী। যদিও চ্যাম্পিয়নস লিগ ও ইউরো চ্যাম্পিয়নশিপ ফাইনালে সরাসরি কোনও অবদান রাখতে পারেননি। চ্যাম্পিয়নস লিগের শিরোপা নির্ধারণী ম্যাচে পঞ্চম পেনাল্টিতে গোল ছাড়া চোখে পড়ার মতো কিছু করেননি। পর্তুগালের জার্সিতে ইউরো ফাইনালে তো চোট নিয়েই ছিটকে পড়লেন। কিন্তু ওই দুই শিরোপা জয়ের ম্যাচ দুটিতে তার প্রভাব ছিল খুব গুরুত্বপূর্ণ। এ বছরে অর্ধশতকের বেশি গোল করেছেন রোনালদো। রিয়ালকে চ্যাম্পিয়নস লিগ জেতাতে গত মৌসুমে ১২ ম্যাচ খেলে ১৬ গোলের রেকর্ড ছিল তার। ইউরোতে মাত্র ৩ গোল। কিন্তু ফাইনাল ম্যাচের মাঝে চোট নিয়ে মাঠ ছাড়লেও কোচ ফের্নান্দো সান্তোসের সহকারী হিসেবে টাচলাইনে ছিলেন অনন্য। পর্তুগিজ তারকা দেশকে প্রথমবার এনে দেন কোনও বড় শিরোপা। অবশ্য লা লিগা ও কোপা ডেল রে না জেতাটা তার জন্য বড় আক্ষেপ হতে পারে।

অন্যদিকে মেসি লিগ ও কাপ দুটোই জিতেছেন, গোলের ভালো রেকর্ড ছিল তার। কিন্তু একটি জায়গায় রোনালদোর চেয়ে পিছিয়ে থাকতে হচ্ছে তাকে। পর্তুগিজ ফরোয়ার্ড যেখানে ইউরো জিতেছেন, সেখানে মেসি আর্জেন্টিনাকে ফাইনালে তুলে আরেকবার ব্যর্থ হয়েছেন। কোপা আমেরিকা জিততে পারেননি তিনি।

অবশ্য রোনালদোর সঙ্গে ক্লাব লড়াইয়ে বেশ এগিয়ে মেসি। রিয়ালের তারকা এ বছর ৪২টি ক্লাব ম্যাচ খেলে করেছেন ৩৮ গোল, যেখানে বার্সার জার্সিতে ৫০ ম্যাচ খেলে ৫০ গোল আর্জেন্টাইন ফরোয়ার্ডের। কিন্তু দেশের হয়ে রোনালদোর (১৩) চেয়ে ৫ গোল পিছিয়ে মেসি (৮)। এক কথায় দেশের হিসেব এলেই পাঁচবারের ব্যালন ডি’অরজয়ীকে পেছনে ফেলছেন রোনালদো। আজ ভোট নির্ধারণে এটি বড় ভূমিকা রাখতে পারে।
স্বীকার করতেই হবে- আজও তাদের মধ্যেই হবে হাড্ডাহাড্ডি লড়াই। গত ৮ বছর ধরেই যেটা হচ্ছে। এ সময়ে ‍ঘুরেফিরে ব্যালন ডি’অর উঠেছে মেসি-রোনালদোর হাতে। কিন্তু এ দুই চেনা মুখের বাইরে কি কেউ নেবেন ব্যালন ডি’অর? বাৎসরিক পারফরম্যান্স পর্যালোচনায় তেমন সম্ভাবনাময়ী কেউ হয়তো নেই। কিন্তু তাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলার মতো আছেন দুই-তিনজন। গ্রিজমানের কথা বলা যায়। অ্যাতলেতিকো মাদ্রিদের হয়ে চ্যাম্পিয়নস লিগ ও ফ্রান্সের জার্সিতে ইউরো ফাইনালে হারের আক্ষেপ থাকলেও উঠতি তারকা তিনি। ইউরোতে শীর্ষ গোলদাতা ও সেরা খেলোয়াড় নির্বাচিত হন গ্রিজমান। ব্যালন ডি’অরের শীর্ষ তিনে লড়াই করার মতো যোগ্যতা যে তার নেই বলা যায় না। এছাড়া গ্যারেথ বেলের নামও বলছেন কেউ কেউ। রিয়ালের হয়ে ভালো একটা বছর কাটালেন তিনি। এছাড়া ইউরোতে ওয়েলসকে সেরা সাফল্য এনে দেন সেমিফাইনালে তুলে। যদিও চোটের কারণে শেষদিকে ছিটকে যেতে হয়েছে তাকে। শীর্ষ তিনে চ্যালেঞ্জ করার মতো আরেকজন আছেন- বার্সেলোনার ফরোয়ার্ড লুইস সুয়ারেস। ২০১৫-১৬ মৌসুম চমৎকার ছিল তার জন্য। লিগ ও কাপ জিতেছেন। ৩৫ লা লিগা ম্যাচে ৪০ গোল করে পেয়েছেন পিচিচি ট্রফিও।

ফেভারিট হিসেবে মেসি-রোনালদোর সঙ্গে দুই একজনকে রাখা হলেও ৩০ জনের তালিকা থেকে কোনও চমক দেখা যাবে কি না, জানতে অপেক্ষা করতে হবে রাত পর্যন্ত। তবে অনেকের আশা-প্রত্যাশা অনুযায়ী রোনালদো বিজয়ী হলে তার হাতে আজ দেখা যাবে না ব্যালন ডি’অর! কারণ ক্লাব বিশ্বকাপ খেলতে রিয়ালের সঙ্গে তিনি এখন জাপানে। সূত্র- বিবিসি, ইএসপিএনএফসি ও স্কাইস্পোর্টস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here