বিশ্ব একাদশের হয়ে মাঠ মাতাবেন আশরাফুল

0
0

তিন বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে গত সেপ্টেম্বরে ঘরোয়া আসর জাতীয় ক্রিকেট লিগ দিয়ে ক্রিকেটে ফেরেন মোহাম্মদ আশরাফুল। রোববার মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে ব্যাট হাতে নেমে অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ৫০ ওভারের ম্যাচ খেলার সুযোগ পেয়েই জ¦লে উঠেন টেস্টের সর্বকনিষ্ঠ এই সেঞ্চুরিয়ান।নিষেধাজ্ঞা কাটিয়ে প্রথমবার চিরচেনা শের-ই-বাংলা স্টেডিয়ামের ২২ গজে নেমেই ১১০ বলে ১১৫ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন আশরাফুল। ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ হওয়া আশরাফুল আবারো সুযোগ পেয়েছেন আইসিসির বিশ্ব একাদশের হয়ে মাঠ মাতানোর। এর আগেও আশরাফুল এই একাদশের হয়ে খেলেছেন।

আগামী ১৬ ডিসেম্বর টি-টোয়েন্টি ম্যাচ থাকলেও আশরাফুল একদিনের ম্যাচে খেলবেন বলে জানা যায়। ১৮ ডিসেম্বর কাতারে বিশ্ব একাদশের হয়ে খেলবেন ওয়ানডে ফরমেটের ম্যাচে। কাতারের জাতীয় দিবস উপলক্ষে ন্যাশনাল ডে ক্রিকেট কাপ’ নামের এই ম্যাচে আশরাফুলের সঙ্গে থাকবেন ক্রিকেট কিংবদন্তিরা। প্রো ইভেন্ট’ নামের একটি ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান এই দুটি ম্যাচ আয়োজনের মধ্য দিয়ে কাতারে প্রবাসী ভারত, পাকিস্তান ও বাংলাদেশি দর্শকদের মধ্যে সারা ফেলতে চায়। এ টুর্নামেন্টে খেলবেন পাকিস্তান, ভারত, শ্রীলঙ্কা, ইংল্যান্ডের জাতীয় দলের বেশ কয়েকজন সাবেক ও বর্তমান ক্রিকেটাররা। দলের নেতৃত্ব দেবেন পাকিস্তানের সিনিয়র অলরাউন্ডার শহীদ আফ্রিদি। দলের অধিনায়ক শহীদ আফ্রিদিকেই কেবল দু’টি ম্যাচে দেখা যাবে। বাকিদের দেখা যাবে একটি করে ম্যাচে।

আশরাফুল ছাড়াও এই স্কোয়াডে আছেন জাতীয় দলের সাবেক টাইগার পেসার মোহাম্মদ শরীফ। সর্বশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলেছেন মোহাম্মদ শরীফ। বিশ্ব একাদশঃ শহীদ আফ্রিদি (অধিনায়ক), মোহাম্মদ আশরাফুল, ইউসুফ পাঠান, মোহাম্মদ কাইফ, বালাজি, হার্শেল গিবস, ইমরান তাহির, নওরোজ মঙ্গল, লিয়াম প্লাঙ্কেট, সালমান বাট, আব্দুর রাজ্জাক, শোয়েব মকসুদ, কামরান আকমল, উমর আকমল, মোহাম্মদ সামি, সাঈদ আজমল, ফাওয়াদ আলম, মোহাম্মদ শরীফ, জেরোম টেলর, কেসরিক উইলিয়ামস, পারভেজ মাহরুফ, চামিন্দা ভাস।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here