জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে উন্নয়ন ফি বহাল, ভর্তি ১৮ ডিসেম্বর থেকে

0
0

আন্দোলনের মুখে স্থগিত হওয়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ভর্তি প্রক্রিয়া আগামী ১৮ ডিসেম্বর থেকে শুরু হবে, চলবে ২১ ডিসেম্বর পর্যন্ত। রোববার বিশ্ববিদ্যালয় ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। যে সিদ্ধান্ত বাতিলের দাবিতে আন্দোলন চলছিল, সেই বিভাগ উন্নয়ন ফি আট হাজার টাকা বহাল রেখেই ভর্তি কার্যক্রম শুরু হবে। এদিকে, এ সিদ্ধান্ত বহাল রাখার প্রতিবাদে আন্দোলন অব্যাহত রাখার কথা জানিয়েছে প্রগতিশীল ছাত্র জোট।

বিশ্ববিদ্যালয় ভর্তি কমিটির সচিব উপ-রেজিস্ট্রার (শিক্ষা) মোহাম্মদ আলী বিভাগ উন্নয়ন ফি বহাল রেখেই ভর্তি প্রক্রিয়া শুরুর সিদ্ধান্তের কথা প্রথম আলোকে জানিয়েছেন।২০১৬-১৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি প্রক্রিয়া শুরু হয় গত বৃহস্পতিবার। কিন্তু ওই দিনই বিভাগ উন্নয়ন ফি বাতিলের দাবিতে অগ্রণী ব্যাংকের বিশ্ববিদ্যালয় শাখা অবরোধ করে প্রগতিশীল ছাত্র জোটের নেতা-কর্মীরা।দিনব্যাপী অবরোধ থাকায় কোনো শিক্ষার্থী ভর্তি হতে পারেনি সেদিন। উদ্ভূত পরিস্থিতিতে বিকেলে ভর্তি প্রক্রিয়া স্থগিত ঘোষণা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এরপর এ বিষয়ে সিদ্ধান্ত নিতে আজ সভা করে বিশ্ববিদ্যালয় ভর্তি কমিটি। উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের সভাপতিত্বে এতে বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক, আবাসিক হলের প্রাধ্যক্ষ এবং বিভাগীয় সভাপতিসহ সংশ্লিষ্টরা অংশগ্রহণ করেন। সভায় বিভাগ উন্নয়ন ফি বহাল রেখে আগামী ১৮ ডিসেম্বর থেকে ভর্তি প্রক্রিয়া শুরুর সিদ্ধান্ত হয়।প্রগতিশীল ছাত্র জোটের পক্ষে ছাত্র ইউনিয়নের বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি দীপাঞ্জন সিদ্ধান্ত কাজল বলেন, শিক্ষার্থীদের কাছ থেকে অবৈধভাবে আদায় করা বিভাগ উন্নয়ন ফি বাতিলের দাবি জানিয়েছি আমরা। কিন্তু তা বাতিল না করে আগেরটাই বহাল রাখা হয়েছে। আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। রাতেই নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here