ইস্তাম্বুলে খেলার মাঠে জোড়া বোমা বিস্ফোরণে নিহত ২৯

0
0

তুরস্কের ইস্তাম্বুল নগরীতে শনিবার খেলার মাঠে শক্তিশালী দুটি বোমা বিস্ফোরণে ২৯ জন নিহত হয়েছে। এদের অধিকাংশই পুলিশ। এই ঘটনায় ১শ’ ৬৬ জন আহত হয়েছে। নগরীর কেন্দ্রস্থলের কাছের স্টেডিয়ামে একটি গুরুত্বপূর্ণ ফুটবল ম্যাচ শেষ হওয়ার পর এ হামলা চালানো হয়। কর্মকর্তারা বলেন, বোসফোরাসের তীরে ভোদাফোন এরেনা ফুটবল স্টেডিয়ামের বাইরে একটি গাড়ি বোমার বিস্ফোরণ ঘটানো হয়। খবর বার্তা সংস্থা এএফপি’র।

দুটি অন্যতম প্রধান ফুটবল দল বেসিকতাস ও বুরসাসপোরের মধ্যে সুপার লীগের একটি ম্যাচ শেষ হওয়ার এক মিনিটের কম সময়ের মধ্যে এ হামলা চালানো হয়। স্টেডিয়ামের কাছের একটি পার্কে আত্মঘাতী হামলাকারী এ হামলা চালায়। কে বা কারা এই হামলা চালিয়েছে কর্তৃপক্ষ সে সম্পর্কে কিছু জানায়নি।

ইস্তাম্বুলসহ তুরস্কের বিভিন্ন নগরীতে সাম্প্রতিককালের হামলাগুলোর জন্য ইসলামিক স্টেট জিহাদি বা কুর্দি জঙ্গিদের দায়ী করা হয়। তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সুলেইমান সোইলু ইস্তাম্বুলে সাংবাদিকদের বলেন, এই হামলায় ২৭ পুলিশ ও দুই বেসামরিক লোক প্রাণ হারিয়েছে। তিনি আরো বলেন, এই হামলার সঙ্গে জড়িত সন্দেহে ১০ জনকে আটক করা হয়েছে। সোয়লু বলেন, প্রথমটি ছিল একটি গাড়ি বোমা বিস্ফোরণ। গাড়িটি বেসিকতাসের ফুটবল স্টেডিয়ামের বাইরে বিস্ফোরিত হয়।

প্রথম বিস্ফোরণের ৪৫ সেকেন্ড পর কাছের মাককা পার্কে আরেকটি বিস্ফোরণ ঘটানো হয়। আত্মঘাতী বোমা হামলাকারী পুলিশ কর্মকর্তাদের মধ্যে ঢুকে পড়ে শরীরে বেঁধে রাখা বোমার বিস্ফোরণ ঘটায়। প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান এক বিবৃতিতে জানান, ‘আজ রাতে বেসিকতাসে আমাদের নিরাপত্তা বাহিনীর সদস্য ও নাগরিকের ওপর সন্ত্রাসী হামলা চালানো হয়েছে।’ তিনি আরো বলেন, অধিকসংখ্যক হতাহতের লক্ষ্যেই ফুটবল ম্যাচটি শেষ হওয়ার পর পরই বিস্ফোরণটি ঘটানো হয়। টেলিভিশনের ফুটেজে বেশ কয়েকটি পুলিশের গাড়িকে মারাত্মক ক্ষতিগ্রস্ত অবস্থায় দেখা গেছে। প্রত্যক্ষদর্শীরা বলেন, বিস্ফোরণের প্রচ-তা এতটাই ছিল যে এতে আশপাশের বেশ কয়েকটি বাড়ির জানালার কাচ ভেঙ্গে যায়। নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘আমি এক মিনিটেরও কম সময়ের মধ্যে দুটি বিস্ফোরণের আওয়াজ শুনতে পেয়েছি। এরপর গুলির শব্দ শোনা গেছে।’
বেসিকতাস ইস্তাম্বুলের অন্যতম জনপ্রিয় একটি ফুটবল ক্লাব। এর সদস্যরা ২০১৩ সালে এরদোগান বিরোধী বিক্ষোভে বড় ধরনের ভূমিকা পালন করে। ওই সময়ে তিনি দেশটির প্রধানমন্ত্রী ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here