ঝিনাইদহে শৈলকুপায় এবার মূল্যবান লর্ক্ষীমূর্তির ধাতব সহ মুদ্রা উদ্ধার !

0
0

ঝিনাইদহের শৈলকুপায় মূল্যবান লর্ক্ষীমূর্তি সহ ধাতব মুদ্রা উদ্ধার করেছে এলাকাবাসী। শৈলকুপার হাসপাতাল মসজিদের পাশে একটি কাগজে মোড়ানো বস্তু খুলে উতসুক জনতা দেখতে পায় মুর্তি ও ধাতব মুদ্রা। পরে তা পুলিশের কাছে তুলে দেয়া হয়। ঘটনা বৃহস্পতিবার সন্ধ্যার।

পুলিশ জানায়, সোনালী রং এর প্রায় আধা কেজি ওজনের ৪ ইঞ্চি উচ্চতার ধাতব মূর্তিটি একটি পূর্ণাঙ্গ লক্ষী মূর্তি পাওয়া গেছে। এছাড়া ১ভরি ওজনের রোপ্যের একটি ধাতব মুদ্রা যা রাজা সপ্তম এড ওয়ার্ডের সময়কালের। পয়সাটির গায়ে ১৯০৩ সাল লেখা আছে।

শৈলকুপার সাবেক কমিশনার এম হাসান মুসা ও বর্তমান কমিশনার শওকত হোসেন জানায়, মসজিদের ইমামের কাছ থেকে জানতে পারেন কাগজে মোড়ানো বস্তু পড়ে আছে। তারপর তা খুলে দেখা হয় ও থানায় জমা দেয়া হয়। শৈলকুপা থানার এসআই সঞ্জয় কুমার জানান, উদ্ধারকৃত মূর্তি ও পয়সা প্রাচীন যুগের নিদর্শন ও মূল্যবান বস্তু।

ঝিনাইদহ প্রতিনিধি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here