চট্টগ্রাম-মোংলা বন্দর ব্যবহারে ভারতের সঙ্গে চুক্তি হচ্ছে

0
0

বাংলাদেশের চট্টগ্রাম ও মোংলা সমুদ্রবন্দর ভারতকে ব্যবহারের সুযোগ দিতে দুই দেশের মধ্যে চুক্তি হচ্ছে। আজ বুধবার নৌপরিবহন মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে দুই দেশের প্রতিনিধিদলের মধ্যে ব্ঠৈকের আগে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান সচিব অশোক মাধব রায়।

ব্রিফিংয়ে নৌপরিবহন সচিব বলেন, গতকাল মঙ্গলবার দুই দেশের নৌ-প্রটোকলবিষয়ক বৈঠক হয়েছে। আজ সচিব পর্যায়ে বৈঠক হচ্ছে। এ বৈঠকে চারটি বিষয়ে আলোচনা হবে। বিষয়গুলো হলো—চট্টগ্রাম ও মোংলা বন্দর ভারতকে ব্যবহারের সুযোগ দেওয়া, পায়রা বন্দরে মাল্টিপারপাস কনটেইনার টার্মিনাল নির্মাণ, লাইট হাউস ও লাইটশিপ, কোস্টাল ও প্রটোকল রুটে যাত্রী ও ক্রুজ সার্ভিস বিষয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে চুক্তি।

চট্টগ্রাম ও মোংলা বন্দর ব্যবহারের বিষয়ে অশোক মাধব সাংবাদিকদের বলেন, ভারত কীভাবে, কী পদ্ধতিতে বন্দর দুটি ব্যবহার করবে—এ বিষয়ে একটি চুক্তির খসড়া চূড়ান্ত করা হবে। এ নিয়ে দুই দেশের মধ্যে মতবিনিময় হয়েছে। পরবর্তী সময়ে একটি চুক্তি সম্পন্ন হবে। ভারতকে বন্দর ব্যবহারের সুবিধা দেওয়া হলে বাংলাদেশ কী কী সুবিধা পাবে— এমন প্রশ্নের জবাবে সচিব বলেন, আন্তর্জাতিক বন্দর ব্যবহারের নিয়ম-নীতি অনুসরণ করে ভারত বন্দর ব্যবহার করবে। বন্দর যে দেশে থাকে, সে দেশ যেভাবে লেভি (শুল্ক) পেয়ে থাকে, বাংলাদেশ সেভাবেই পাবে।

নৌপরিবহন মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন নৌপরিবহন সচিব অশোক মাধব রায়। আর ভারতীয় প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সে দেশের নৌ সচিব রজিভ কুমার। মন্ত্রিপরিষদ সচিব মো. শফিউল আলমও বৈঠকে অংশ নেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here