শিল্পঋণের ১৮ শতাংশই খেলাপি

0
276

%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%aa%e0%a6%8b%e0%a6%a3%e0%a7%87%e0%a6%b0-%e0%a7%a7%e0%a7%ae-%e0%a6%b6%e0%a6%a4%e0%a6%be%e0%a6%82%e0%a6%b6%e0%a6%87-%e0%a6%96%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be

চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো ৬২ হাজার ৪৩৮ কোটি টাকার শিল্পঋণ বিতরণ করেছে। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় এই ঋণ ১৫.৬৬ শতাংশ বেশি।

গত অর্থবছরের প্রথম প্রান্তিকে শিল্পঋণ বিতরণ হয়েছিল ৫৩ হাজার ৯৮৪ কোটি টাকা। তবে এই তিন মাসে শিল্পঋণের বড় একটি অংশ খেলাপিতে পরিণত হয়েছে। আলোচ্য তিন মাসে শিল্প খাতের খেলাপি ঋণ বেড়েছে ১৮ শতাংশ। আবার আগের বিতরণ করা ঋণের মধ্য থেকে আদায় বেড়েছে ৩৫ শতাংশ। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ করা পরিসংখ্যান থেকে এ তথ্য জানা গেছে। পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, অর্থবছরের প্রথম প্রান্তিকে বিতরণ করা ঋণের মধ্যে ১৩ হাজার ৪৪ কোটি টাকার মেয়াদি শিল্পঋণ বিতরণ হয়েছে। আগের অর্থবছরের প্রথম প্রান্তিকের তুলনায় এই ঋণ ২.৭২ শতাংশ বেশি। গত অর্থবছরের জুলাই-সেপ্টেম্বর পর্যন্ত সময়ে মেয়াদি শিল্পঋণ বিতরণ হয়েছিল ১২ হাজার ৯৯ কোটি টাকা।

চলতি ২০১৬-১৭ অর্থবছরের প্রথম প্রান্তিকে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলো এক হাজার ১৭৯ কোটি টাকা শিল্পঋণ বিতরণ করেছে। যা এর আগের ২০১৫-১৬ অর্থবছরের একই সময়ের তুলনায় ৫.৬৫ শতাংশ বেশি। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের বিতরণ বেড়েছে ১৪.৩৭ শতাংশ। বিদেশি বাণিজ্যিক ব্যাংকগুলোর বিতরণ বেড়েছে ২০ শতাংশ। তবে বিশেষায়িত বাণিজ্যিক ব্যাংকগুলোর বিতরণ কমেছে ২২ শতাংশ।বিতরণ করা ঋণের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে বড় আকারের শিল্পপ্রতিষ্ঠানগুলো। ছোট আকারের শিল্পপ্রতিষ্ঠানগুলোকেও তুলনামূলক বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। কম গুরুত্ব পেয়েছে মাঝারি আকারের শিল্প।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here