বিশুদ্ধ পানির অভাব ঠাকুরগাঁওয়ের কাজীপাড়া গ্রামে। নানা রোগে ভুগছে মানুষ

0
278

watar-politionদূষিত পানি পান করে ঠাকুরগাঁও সদর উপজেলার মোহাম্মদ পুর ইউনিয়নের কাজীপাড়া গ্রামের শতাধিক মানুষ পেটের পীড়া সহ নানা রোগে ভুগছে। স্থাণীয় ইউপি সদস্য সিরাজুল ইসলাম জানান,উপজেলার কাজীপাড়া গ্রামের বাসিন্দারা তার কাছে এই অভিযোগ করেছে। তিনি সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যানকে এ বিষয়টি জানিয়েছেন। ভুক্তভোগী সুফিয়া বেগম (৩২) বলেন,তার বাড়ির নলকুপের পানি পান করে পরিবারের সবাই অসুস্থ হয়ে পড়েছে। তিনিও খোঁস পাচরা রোগে আক্রান্ত হয়েছেন।
ঐ গ্রামের আবুল ফজল জানান,তাদের এলাকার নলকুপের পানি দূর্গন্ধে মুখে দেয়া যায় না। এ পানি ব্যবহারে অনেকে নানা রোগে ভুগছে। একই সুরে বলেন সখিনা বেগম। তিনি জানান,নলকুপের পানি দূর্গন্ধে পান করা যাচ্ছে না। এ ছাড়া ধোয়া মোছা ও রান্নার কাজে ব্যবহারও করা যায় না। গ্রাম বাসীদের অভিযোগ তাদের এলাকায় বেশ কিছু শিল্প কারখানা গড়ে ওঠায় তাদের নলকুপের পানি দূষিত হয়ে পড়েছে।

তবে জনস্বাস্থ্য অধিদপ্তরের ঠাকুরগাঁওয়ের সহকারী প্রকৌশলী মো.মাইনউদ্দিন বলেন, পানি পরীক্ষার পর বলা যাবে। তবে তিনি আরো বলেন, এক সময় এ গ্রামটি জলাশয় ছিল। এর উপরে গড়ে উঠেছে এ গ্রামটি। সেখানে কচুরি পানা সহ বিভিন্ন বন জঙ্গল পচে হয়তো পানি দূষন হয়েছে। ঠাকুরগাঁও সিভিল সার্জন ডা.এহেসানুল করিম পানি দুষন প্রসঙ্গে বলেন, এ পানি পান করলে ডায়রিয়া,কলেরা,টাইফয়েড সহ পানি ও খাদ্য বাহিত রোগে আক্রান্ত হতে পারে ভুক্ত ভোগীরা।

জুনাইদ,্ঠাকুরগাঁও প্রতিনিধি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here