গাজীপুরে বঙ্গবন্ধু হাইটেক সিটিতে বিশ্বের সপ্তম বৃহত্তম ডেটা সেন্টার হচ্ছে —পলক

0
251

নাটোরে প্রতিমন্ত্রী পলকসহ ২১ জনকে হত্যার হুমকি

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমদ পলক বলেছেন, বঙ্গবন্ধু হাইটেক সিটিতে দেশের বৃহত্তম এবং বিশ্বের সপ্তম বৃহত্তম ডেটা সেন্টার নির্মাণের কাজ এগিয়ে চলছে। এখানে ডিজিকন কোম্পানি দুইশ’ আসনের কল সেন্টার করছে। যা আগামী ২/১ মাসের মধ্যে চালু হবে বলে আশা করছি। হাইটেকের যে কার্যক্রম তাতে (অর্থাৎ সফটওয়্যার, হার্ডওয়্যার এবং সার্ভিস সেক্টরে) ব্যাপক কর্মসংস্থানের তৈরি করতে চাই, দেশী-বিদেশী আইটি কোম্পানীগুলোকে এখানে কর্মসংস্থানের সুযোগ করে দিতে চাই সেটা একদিক দিয়ে শুরু হয়ে গেছে। হাইটেক সিটির নির্মাণ সম্পন্ন হলে দেশের এক লাখ যুবকের কর্ম সংস্থান হবে।

তিনি বৃহস্পতিবার গাজীপুরের কালিয়াকৈরে বঙ্গবন্ধু হাইটেক সিটির উন্নয়ণ কাজ পরিদর্শণে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলে।

প্রতিমন্ত্রী আরো বলেন, পিপিপি মডেলে (প্রাইভেট পাবলিক পার্টনারশিপ ব্যাসিসে) গাজীপুরের কালিয়াকৈরে বঙ্গবন্ধু হাইটেক সিটি ডেভেলপ করা হচ্ছে। আগামী ১০ বছরে পুরো পার্টটা ডেভেলপ করার পরিকল্পনা রয়েছে। সেই পরিকল্পনার মধ্যে টেকনো পলিস এন্ড টেকনো সিটি নামের দুটি ভেলপারকে তিনটি ব্লক দিয়েছি। তারা আগামী ৩ বছরে ২০শতাংশ এবং ১০ বছরে শতভাগ ডেভেলপ করবে। সিটির সাত একর জায়গায় বিশ্বের সপ্তম বৃহত্তম ডেটা সেন্টার টিয়ার- ফোর (ঞরবৎ-৪) হচ্ছে। ‘ন্যাশনাল হেল্প ডেস্ক’ যেখানে ইমারজেন্সি সার্ভিসের জন্য দেশের ১৬ কোট মানুষের পাশে জননেত্রী শেখ হাসিনার সরকার ২৪ ঘন্টা তাদের জরুরী সেবায় নিয়োজিত আছেন। এই বিষয়গুলো চলমান আছে। প্রায় ৩৫৫ একর জমির জমির উপর বঙ্গবন্ধু হাইটেক পার্ক নির্মান কাজ চলছে। এরমধ্যে ২৩২ একর জমির উপর পিপিপি মডেলে হাইটেক সিটি বাস্তবায়ন হবে।

এ সময় ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইমরান আহমদ, সদস্য বেগম হোসনে আরা লুৎফা ডালিয়া, কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সানোয়ার হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।

মোস্তাফিজুর রহমান টিটু, স্টাফ রিপোর্টার, গাজীপুর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here