হাওরের উন্নয়নে কাজ করছে বর্তমান সরকার: অর্থমন্ত্রী

0
0

%e0%a6%b9%e0%a6%be%e0%a6%93%e0%a6%b0-%e0%a6%a4%e0%a6%a5%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%b8%e0%a6%82%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%b9%e0%a6%b6%e0%a6%be%e0%a6%b2%e0%a6%be

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, দেশে হাওয়ের উন্নয়নে কাজ করছে সরকার।শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে ‘হাওর তথ্য সংগ্রহশালা’ আয়োজিত ‘বৈচিত্র্যময় হাওর’ প্রকাশনার মোড়ক উন্মোচন ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। ‘বৈচিত্র্যময় হাওর’ বইটি সম্পাদনা করেছেন কারার মাহমুদুল হাসান।

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, দিনদিন দেশে হাওয়ের আয়তন কমছে। আর হাওর রক্ষা করা আমাদের দায়িত্ব। হাওর রক্ষায় সরকারের অনেক পরিকল্পনা রয়েছে, যা বাস্তবায়নে সরকার কাজ করে যাচ্ছে। সরকারের পাশাপাশি সবার সম্মিলিত প্রচেষ্টায় হাওর রক্ষা করা সম্ভব বলেও মন্তব্য করেন তিনি।অর্থমন্ত্রী আরো বলেন, হাওরে রয়েছে প্রাচীন ঐতিহ্য। ফলে এই প্রাচীন ঐতিহ্য রক্ষার পাশাপাশি হাওরে বাস করা বিভিন্ন প্রজাতির প্রাণিকেও আমাদের রক্ষা করতে হবে।আলোচনা সভায় উপস্থিত থেকে নিরাপদ সড়ক চাই এর সভাপতি ইলিয়াছ কাঞ্চন বলেন, আমরা যেমন নিরাপদ সড়ক চাই তেমনিভাবে আমরা হাওরকেও রক্ষা করতে চাই। হাওর না থাকলে আমাদের জীব বৈচিত্রের অনেক ক্ষতি সাধন হবে। এজন্য হাওর রক্ষা করতে হবে। তবে দেশের হাওর রক্ষায় সরকারকে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হবে। কোনোভাবেই সরকারকে হাওর নিয়ে অবহেলা করলে হবে না।

এ সময় আরো উপস্থিত ছিলেন, সেন্টার ফর ডেভলোপমেন্ট রিসার্চের সভাপতি ড. মীজানুর রহমান শেলী, নেত্রকোনা চার আসনের সংসদ সদস্য রেবেকা মোমিন, কিশোরগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য আফজাল হোসেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here