লালমনিরহাটে দুই মাথা ও লেজ বিশিষ্ট গাভীর বাচ্চা প্রসব

0
0

15078551_1713871395606805_4822945305001468464_n1

জেলার কালীগঞ্জ উপজেলায় একটি গাভী দুই মাথা ও দুই লেজ বিশিষ্ট বাচ্চা প্রসব করে। জন্মের ২০মিনিট পরেই বাচ্চাটি মারা যায়। এনিয়ে এলাকায় কৌতলী মানুষের ব্যাপক ভীর জমেছে। উপজেলা কাকিনা ইউনিয়নের কাইম রুদ্রেশ্বর এলাকায় বাহার উদ্দিনের বাড়িতে একটা গাভীর দুই মাথা ও দুই লেজ বিশিষ্ট বাচ্চা প্রসব হয়। আজ শুক্রবার সকাল আটটার সময় গাভীটি এই বাচ্চাটি প্রসব করে। এই ঘটনার পর এলাকায় চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে । এরকম ঘটনা সচরাচর দেখা যায় না । মানুষের মনে আতঙ্কের সৃষ্টি হয়েছে । বাচ্চাটিকে একনজর দেখার জন্য বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার মানুষজন আসতেছে ফলে সেখানে মানুষের উপচে পড়া ভীর শুরু হয়েছে।

বাহার উদ্দিনের ছেলে এনামুল হক বলেন- আমাদের বাড়ির দুইটি গরুর মধ্যে একটা গাভী। গাভী দুই মাথা ও দুই লেজ বিশিষ্ট একটি বাচ্চা প্রসব করে। জন্মের ২০মিনিট পরেই বাচ্চাটি মারা যায় । আমরা গাভীটিকে প্রতিদিন নিয়মিত উন্নতমানের খাবার খাওয়াই। শুধু এই বাচ্চাটির জন্য । এতে আমাদের খুব ক্ষতি হয়ে যাবে। দুঃখজনক হলেও সত্য বাচ্চাটি এভাবে প্রসব হলো এবং মারা গেল।

মোঃ ইউনুস আলী, লালমনিরহাট প্রতিনিধি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here