সরকারের নির্দেশে খালেদার বিরুদ্ধে পরোয়ানা: বিএনপি

0
0

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সরকারের নির্দেশেই বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে বলে অভিযোগ করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, গ্রেপ্তারি পরোয়ানা জারি শুধু হাস্যকরই নয়, সরকারের কূটকৌশলের অংশ। নাসিরনগরের ঘটনা থেকে দৃষ্টি ভিন্ন খাতে ফেরাতে এই পরোয়ানা জারি করা হয়েছে।খালেদা জিয়ার বিরুদ্ধে পরোয়ানা জারির প্রতিক্রিয়ায় বৃহস্পতিবার এক বিবৃতিতে মির্জা ফখরুল এসব কথা বলেন। বৃহস্পতিবার ঢাকা মহানগর আদালত ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে জন্মদিন পালনের ঘটনায় করা নালিশি মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।পরোয়ানা জারির নিন্দা জানিয়ে মির্জা ফখরুল বলেন, এটা শাসকগোষ্ঠীর প্রতিহিংসামূলক রাজনীতির আরেকটি পদক্ষেপ। এ দেশে বর্তমানে যেমন মানুষের কথা বলার স্বাধীনতা ও কোনো গণতান্ত্রিক অধিকার নেই, তেমনি দেশের নাগরিকদের ব্যক্তিগত আচার-অনুষ্ঠান পালনেরও কোনো অধিকার নেই। দেশে যেন একচ্ছত্র আওয়ামী আধিপত্যবাদ প্রতিষ্ঠিত হয়েছে। আওয়ামী লীগ সরকার বোঝে যে, তাদের ভয়াবহ দুঃশাসনে দেশের মানুষ চরম ক্ষুব্ধ, তাই নিজেদের ব্যর্থতা ঢেকে দেওয়ার জন্য বিরোধী দলগুলোর বিরুদ্ধে নানা চক্রান্ত করছে।

মির্জা ফখরুল দাবি করেন, জাতীয়তাবাদী শক্তিকে নির্মূল করার ক্ষেত্রে সফলতা না পেয়ে খালেদা জিয়ার বিরুদ্ধে সরকারের মিথ্যা মামলার হিড়িক অব্যাহত আছে। বিএনপিকে ধ্বংস এবং বিএনপির চেয়ারপারসনকে বিপর্যস্ত করতে সরকারের সব চেষ্টা ব্যর্থ হওয়ায় তারা এখন বেপরোয়া ও কা-জ্ঞানহীন চক্রান্তে লিপ্ত হয়েছে।হুঁশিয়ারি দিয়ে মির্জা ফখরুল বলেন, গ্রেপ্তারি পরোয়ানা জারি করে সংগ্রাম থেকে খালেদা জিয়াকে বিরত রাখা যাবে না। তিনি অবিলম্বে খালেদা জিয়ার বিরুদ্ধে জারি করা পরোয়ানা ও মামলা প্রত্যাহারের দাবি জানান। এদিকে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশেই খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ-ভাসানী) আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।রিজভী বলেন, রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তির নির্দেশেই খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। যদিও এ ধরনের মামলায় কখনও গ্রেফতারি পরোয়ানা জারি করা হয় না।

সরকার দেশকে জঙ্গি রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করছে উল্লেখ করে তিনি বলেন, জঙ্গিবাদের সংজ্ঞা জানতে লেখা-পড়ার দরকার নেই, ছাত্রলীগ-যুবলীগের আত্মজীবনী পড়লেই সব জানা যাবে। মুসলিম বিশ্বে জঙ্গিবাদের আদর্শ হয়ে থাকবে আওয়ামী লীগ।তিনি আরও বলেন, আমরা এখন অদ্ভুত দেশে বসবাস করছি, শাসকগোষ্ঠী রক্ত-চক্ষু দেখিয়ে তাদের ইচ্ছে মতো দেশ পরিচালনা করছেন।সংগঠনের চেয়ারম্যান আজহারুল ইসলাম সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান ও এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাতসহ প্রমুখ। প্রসঙ্গত, ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে জন্মদিন পালনের ঘটনায় করা নালিশি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম মাজহারুল ইসলাম এই আদেশ দেন।বাদীপক্ষের আইনজীবী দুলাল মিত্র বলেন, খালেদা জিয়ার বিরুদ্ধে আদালতের দেওয়া সমন জারি হয়ে ফেরত এসেছে। কিন্তু তিনি আদালতে হাজির না হওয়ায় তাঁর নামে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হয়। ওই আবেদনের ওপর শুনানি শেষে আদালত আজ গ্রেপ্তারি পরোয়ানা জারির এই আদেশ দেন। দুলাল মিত্র আরও বলেন, গ্রেপ্তারি পরোয়ানা তামিল করে প্রতিবেদনের জন্য আগামী ২ মার্চ দিন ধার্য করা হয়েছে।আদালত সূত্র জানায়, গত ১৭ অক্টোবর বাদীপক্ষ খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করে।চলতি বছরের ৩০ আগস্ট ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গাজী জহিরুল ইসলাম বাদী হয়ে খালেদা জিয়ার বিরুদ্ধে নালিশি মামলা করেন। আদালত মামলাটি আমলে নিয়ে খালেদা জিয়াকে ১৭ অক্টোবর হাজির হওয়ার নির্দেশ দেন।মামলার আরজিতে উল্লেখ করা হয়েছে, ১৯৯৬ সালের ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে ইচ্ছাকৃতভাবে ভুয়া জন্মদিনে উৎসব করেন খালেদা জিয়া ও তাঁর দলের নেতা-কর্মীরা। ওই অনুষ্ঠানে বঙ্গবন্ধুর পরিবারের সদস্যদের নামে কুৎসা ও বানোয়াট কথা বলা হয়। এ কারণে নালিশি মামলাটি করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here