মুস্তাক মুহাম্মদ এর হেমন্ত কবিতাগুচ্ছ

0
0

বাঙালির নবান্ন

হেমন্তে নতুন ধানের গন্ধে মন মাতোয়ারা
ব্যস্ত কৃষক, ব্যস্ত বউ ঝিরা
ধান মলা আর রোদে শুকানো;
ঢেকির পাড়ে নতুন ধান ছাটা
প্রথম কাটা খেজুরের গুড়ে রাঁধা
পায়েস, কী অমৃত স্বাদে!
অগ্রহায়ণের প্রথম সকালে
ঘরে ঘরে বসেছে আনন্দ মেলা
হরেক পিঠার বাহারি বেশ
স্বাদে অতুল গন্ধে বেশ
গ্রাম বাংলা জুড়ে আজ নবান্ন উৎসব
এ যে বাঙালির বাংলাদেশ।

নিমন্ত্রণ বাংলাদেশে

বিদেশিনী শশীলতা,
তোমাকে নিমন্ত্রণ বাংলাদেশে
কোনো হেমন্তের প্রথম দিনে।
ষোল কোটি বাঙালির এক উৎসব
অসাম্প্রদায়িক এই দেশে।
সকালে নাড়ার আগার শিশির
তোমার পায়ে চুয়ে চুয়ে পড়বে,
প্রথম কাটা শালি ধানের
ঢেকি ছাটা চাউল খেজুর গুড়ের পায়েস
আর বাহারি পিঠা খেতে খেতে হারায়ে যাবে
নবান্ন উৎসবে।
কৃষকের মুখের নিষ্পাপ হাসিতে
জুড়ে যাবে মন।
তুমি এসে দেখো,
স্বর্গ এই পৃথিবীতে
এই বাংলাদেশ।

মুস্তাক মুহাম্মদ