১৫ই আগস্ট জাতীয় শোক দিবসে ভুয়া জন্মদিন পালন করার দায়ে দায়ের করা নালিশি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। আজ বৃহস্পতিবার খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন ঢাকার মহানগর হাকিম মাজহারুল ইসলাম।
গত ৩০ আগস্ট দণ্ডবিধির ১৯৮ ও ৪৬৯ ধারায় অভিযোগ এনে মামলাটি দায়ের করেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গাজী জহিরুল ইসলাম। বাদীর জবানবন্দি গ্রহণ শেষে ১৭ অক্টোবর খালেদা জিয়াকে হাজির হওয়ার নির্দেশ দেন আদালত। কিন্তু ঐদিন তিনি আদালতে হাজির না হওয়ায় তার নামে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করা হয়। ওই আবেদনের ওপর শুনানি শেষে আদালত বৃহষ্পতিবার গ্রেফতারি পরোয়ানা জারির এই আদেশ দেন।
মামলার আরজিতে উল্লেখ করা হয়েছে, ১৯৯৬ সালের ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে ইচ্ছাকৃতভাবে ভুয়া জন্মদিনে উৎসব করেন খালেদা জিয়া ও তার দলের নেতা-কর্মীরা। ওই অনুষ্ঠানে বঙ্গবন্ধুর পরিবারের সদস্যদের নামে কুৎসা ও বানোয়াট কথা বলা হয়। এ কারণে নালিশি মামলাটি করা হয়েছে।