কলাপাড়ায় টিয়াখালী ইউনিয়নের কয়েক শ’ কৃষক বৃহস্পতিবার দুপুরে কলাপাড়া পৌরশহরে বিক্ষোভ মিছিল করেছে। মিছিল শেষে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে। ৫০-৬০ বছরের বসতভিটা, কৃষিজমি, মসজিদসহ আবাসন পল্লীর জমি-জমা কথিত মালিক দাঁড় করিয়ে দলিল করে মালিকানা দাবি করে (১৮ একর ৪০ শতক জমি ) দখলের হুমকির প্রতিবাদে এবং ইউপি মেম্বার কবির বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল করা হয়।
এলাকার জমির মালিক এবং সাবেক মেম্বার আলহাজ ফকরউদ্দিন জানান, বাদুরতলী মৌজার ছয় একর ৫৭ শতক এবং ইটবাড়িয়া মৌজার ১১ একর ৮৩ শতক জমিতে প্রায় ৫৮টি পরিবার প্রায় ৬০ বছর বসবাস করে আসছেন। মূল মালিকের কাছ থেকে জমি কিনে তারা নামজারিসহ খাজনাদি পরিশোধ করে চাষাবাদসহ বসবাস করে আসছেন। কিন্তু হঠাৎ করে সম্প্রতি স্থানীয় অবসরপ্রাপ্ত সেনা সদস্য মজিবুর রহমান জাল-জালিয়াতির মাধ্যমে ভুয়া ওয়ারিশ দাঁড় করিয়ে দলিল করে মালিকানা দাবি করে জমি দখলের চেষ্টা করে আসছে। হুমকি দিয়ে আসছে ক্ষেতের ধান কাটার। এঘটনার প্রতিবাদ করায় এলাকার মেম্বার কবির গাজীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। বসতকারীরা জানান, এ জমির মধ্যে একটি মসজিদ রয়েছে। বর্তমানে ৫৮টি পরিবারের তিন শতাধিক মানুষ রয়েছে চরম উচ্ছেদ আতঙ্কে। রাতের ঘুম হারাম হয়ে গেছে। ইউপি মেম্বার কবির গাজী জানান, মজিবুর রহমান একজন ভূমিদস্যু এবং তার বিরুদ্ধে রাস্তার গাছ কাটার অভিযোগ রয়েছে। এব্যাপারে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম সাদিকুর রহমান জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।