কিংবদন্তি গায়িকা রুনা লায়লার জন্মদিন

0
0

রুনা লায়লা

উপমহাদেশের কিংবদন্তি সঙ্গীতশিল্পী রুনা লায়লার আজ জন্মদিন। ১৯৫২ সালের এ দিনে তিনি সিলেটে জন্মগ্রহণ করেন। খ্যাতিমান সম্পন্ন রুনা লায়লা তার সঙ্গীতজীবনে প্রায় ১০ হাজারেরও বেশি গানে কণ্ঠ দিয়েছেন।

জনপ্রিয় এ সঙ্গীতশিল্পীর বড়বেলার জন্মদিনের চেয়ে ছোটবেলার জন্মদিন ছিলো তার কাছে স্মরণীয়। মা ও বড় বোন দীনা লায়লার সেলাই করা নতুন জামা পরে দিনটি উদযাপন করতেন তিনি। বাড়িতে বন্ধুদের সঙ্গে জন্মদিনে কেক কাটতেন তিনি।
বাংলাদেশের চলচ্চিত্রে রুনা লায়লা প্রথম প্লে-ব্যাক করেন ১৯৭০ সালে। নজরুল ইসলাম পরিচালিত ‘স্বরলিপি’ চলচ্চিত্রে সুবল দাসের সুর-সঙ্গীতে তিনি গেয়েছিলেন ‘গানেরই খাতায় স্বরলিপি লিখে বলো কী হবে’ গানটি। এর রেকর্ডিং হয়েছিল লাহোরে। তখন তিনি পাকিস্তানেই ছিলেন।

দেশে ফিরে ১৯৭৬ সালে প্রথম প্লে-ব্যাক করেন নূরুল হক বাচ্চুর ‘জীবন সাথী’ চলচ্চিত্রে। সঙ্গীতজীবনে বাংলা ভাষার পাশাপাশি ১৮টি ভাষায় গান গেয়েছেন কিংবদন্তি এ শিল্পী।
১৯৭৭ সালে আবদুল লতিফ বাচ্চু পরিচালিত ‘যাদুর বাঁশী’ চলচ্চিত্রে প্লে-ব্যাক করার জন্য প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here