২০০ ছবিতে অভিনয়ের পর অবশেষে অস্কার পেলেন জ্যাকি চ্যান

0
0

jackie-chan-celebrates-oscar-win-after-over-200-filmsঅভিনয় জীবনের ৫৬ বছর পাড়ি দিয়ে অবশেষে অস্কার পুরস্কার জিতলেন জনপ্রিয় মার্শাল আর্টিস্ট ও চলচ্চিত্র তারকা জ্যাকি চ্যান। চলচ্চিত্র ভূবনে অসাধারণ কৃতিত্বের স্মারক হিসেবে অস্কার অ্যাকাডেমির অষ্টম গভর্নরস অ্যাওয়ার্ড অনুষ্ঠানে আজীবন সম্মাননার অস্কার পেলেন তিনি। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ওই অনুষ্ঠানে চ্যানের হাতে পুরস্কারটি তুলে দেন তার জনপ্রিয় মুভি ‘রাশ আওয়ার’-এর সহশিল্পী ক্রিস টাকার। সঙ্গে ছিলেন আরও দুই তারকা মিশেল ইয়োহ এবং টম হ্যাংকস।

অভিনয় জীবনের প্রথম থেকেই নিজস্ব অভিনয়শৈলী দিয়ে দর্শকদের মনে জায়গা করে নেন জ্যাকি চ্যান। কিন্তু কখনোই কোনো নির্দিষ্ট অ্যাকাডেমি অ্যাওয়ার্ড ক্যাটেগরিতে তাকে ফেলা যায়নি মনোনীত হিসেবে।২৩ বছর আগে হলিউড অ্যাকশন তারকা সিলভেস্টার স্ট্যালনের বাড়িতে অস্কার দেখে সেটি নিজের করে পাবার স্বপ্ন দেখেছিলেন জ্যাকি চ্যান। তাই এত বছর পর স্বপ্নের অস্কার হাতে পেয়ে আবেগাপ্লুত হয়ে যান তিনি। বলেন, “ফিল্ম ইন্ডাস্ট্রিতে দীর্ঘ ৫৬ বছর কাটানোর পর, ২০০’র বেশি চলচ্চিত্র করার পর, অনেকগুলো হাড় ভাঙার পর, অবশেষে…”

“ভবিষ্যতে আরও ছবি করব, জানালা দিয়ে লাফ দেবো, লাথি-ঘুষি মারব, আরও হাড় ভাঙব,” বলেন চ্যান।প্রতি বছর অস্কারের মূল অ্যাওয়ার্ড অনুষ্ঠানের আগে নভেম্বর বা ডিসেম্বর মাসে আয়োজিত হয় গভর্নরস অ্যাওয়ার্ড। অ্যাকাডেমির বোর্ড অব গভর্নরস’র পক্ষ থেকে এই অনুষ্ঠানে তিনটি পদক দেয়া হয়। এর মধ্যে রয়েছে আরভিং জি. থ্যালবার্গ মেমোরিয়াল অ্যাওয়ার্ড, জ্যঁ হারশল্ট হিউম্যানিটারিয়ান অ্যাওয়ার্ড এবং অনারারি অ্যাওয়ার্ড।থ্যালবার্গ অ্যাওয়ার্ড ছাড়া বাকি দু’টোতেই অস্কার পদকই পুরস্কার হিসেবে দেয়া হয়। থ্যালবার্গ মেমোরিয়াল অ্যাওয়ার্ডের পদকটায় আরভিং জি. থ্যালবার্গের প্রতিকৃতি থাকে। এ বছরের এই তিনটি ক্যাটাগরিতে চ্যাকি চ্যানসহ পুরস্কার পেয়েছেন অ্যান ভি. কোয়েটস, লিন স্টলমাস্টার এবং ফ্রেডরিক ওয়াইজম্যান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here