শুক্রবার নাসিরনগর অভিমুখে লংমার্চ কর্মসূচি ঘোষণা, ৭২ ঘণ্টার আলটিমেটাম শেষে আবার শাহবাগ অবরোধ

0
0

%e0%a6%b6%e0%a7%81%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%a8%e0%a6%97%e0%a6%b0-%e0%a6%85%e0%a6%ad%e0%a6%bf%e0%a6%ae%e0%a7%81%e0%a6%96৭২ ঘণ্টার আলটিমেটাম শেষে নাসিরনগরে সংখ্যালঘুদের ওপরে হামলা, মন্দির ভাঙচুরের প্রতিবাদ ও প্রাণিসম্পদ মন্ত্রী ছায়েদুল হকের অপসারণ দাবিতে আবারো শাহবাগ সড়ক অবরোধ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিন্দু শিক্ষার্থীরা। এরআগে গত শুক্রবার দাবি আদায়ে ৭২ ঘন্টার সময় বেধে দিয়ে অবরোধ তুলে নিয়েছিলেন তারা। শিক্ষার্থীরা বলছেন, যতক্ষণ পর্যন্ত না সরকারের কোনো দায়িত্বশীল প্রতিনিধি শাহবাগ চত্বরে দাবি পূরণের আশ্বাস না দিবেন ততক্ষণ পর্যন্ত অবরোধ চালিয়ে যাবেন তারা।অবরোধের কারণে শাহবাগ থেকে রূপসী বাংলা, কাটাবন, মৎস্য ভবন, ও দোয়েল চত্বর পর্যন্ত সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

আগামী শুক্রবার নাসিরনগর অভিমুখে লংমার্চ কর্মসূচি ঘোষণা করেছে সাধারণ শিক্ষার্থীরা। মঙ্গলবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে শাহবাগ গোল চত্বর অবরোধ করে বিক্ষোভ করে তারা। হামলার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের খুঁজে বের করার দাবি জানায় শিক্ষার্থীরা। তাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করেন হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ।

বিক্ষোভকারীদের দাবি, দীর্ঘদিনের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতেই একটি চক্র ঘটনা ঘটাচ্ছে। তবে হামলাকারীরা যে দলেরই হোক তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here