পাবনা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে প্রধান তথ্য কমিশনারের মতবিনিময়

0
0

pabna-photo-1প্রধান তথ্য কমিশনার প্রফেসর ড. গোলাম রহমান বলেছেন, এখনো আমাদের কর্মকর্তাদের মধ্যে তথ্য শেয়ার করার মানসিকতা গড়ে ওঠেনি। মুক্তিযুদ্ধের পর এর পরিবর্তন হওয়া উচিৎ ছিলো, কিন্ত দু:জনক হলেও সত্য, তাদের মধ্যে এখনো বৃটিশ শাসনের ঐতিহ্য লক্ষ্য করা যায়। এজন্য দরকার সাংস্কৃতিক চর্চা। তিনি বলেন তথ্য অধিকার আইন বাস্তবায়নসহ জনগনকে সচেতন করে গড়ে তুলতে সাংবাদিকদের অগ্রণী ভুমিকা পালন করতে হবে। সোমবার রাতে পাবনা প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সাথে এক মতবিনিময়কালে তিনি একথা বলেন। মতবিনিময় সভায় প্রধান তথ্য কমিশনার পাবনা প্রেসক্লাব ও পাবনায় কর্মরত সাংবাদিকদের দায়িত্বশীল সাংবাদিকতার ঐতিহ্যের ভুয়শী প্রশংসা করেন।

প্রেসক্লাব সভাপতি প্রফেসর শিবজিত নাগের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যদের মধ্যে তথ্য কমিশনার নেপাল চন্দ্র সরকার, তথ্য কমিশনের সাবেক যুগ্ম সচিব আবুল হোসেন, উপ পরিচালক (প্রশাসন) ড.মো: আব্দুল হাকিম, সহকারি পরিচালক মো: সালাউদ্দিন। ক্লাবের সাংস্কৃতিক সম্পাদক ছিফাত রহমান সনমের সঞ্চালনায় সাংবাদিকদের পক্ষ থেকে স্বাগত বক্তব্য রাখেন ক্লাব সম্পাদক আঁখিনুর ইসলাম রেমন। এ সময় প্রধান তথ্য কমিশনার গোলাম রহমান ও তথ্য কমিশনার নেপাল চন্দ্র সরকার এর সহধর্মিনী উপস্থিত ছিলেন। এর আগে প্রধান তথ্য কমিশনারসহ অন্যান্য কর্মকর্তারা প্রেসক্লাবে এসে পৌঁছুলে তাদেরকে ফুল দিয়ে বরণ করে নেন ক্লাবের কর্মকর্তাবৃন্দ। মতবিনিময় শেষে পাবনা প্রেসক্লাবের আইটি কক্ষসহ সব কক্ষ তারা ঘুরে ঘুরে দেখেন।

পাবনা প্রতিনিধি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here