পুলিশি হেফাজত থেকে আদালত প্রাঙ্গণ থেকে পালিয়ে যাওয়া রাজধানীর বাড্ডায় গারো তরুণী গণধর্ষণের প্রধান আসামি রুবেলকে গ্রেফতার করেছে বাড্ডা থানা পুলিশ। মঙ্গলবার সকালে সুবাস্ত নজরভ্যালী থেকে তাকে গ্রেফতার করা হয়। গত রোববার প্রধান আসামি রাফসান হোসেন ওরফে রুবেলকে রিমান্ডে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিতে অাদালতে আসলে এক পর্যায়ে সে পালিয়ে যায়।
র্যাবের একটি দল গত শুক্রবার বিমানবন্দর চত্বরের রেলস্টেশনের সামনে থেকে তাকে গ্রেপ্তার করেছিল। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল সেট ও প্রায় সাড়ে নয় হাজার টাকা উদ্ধার করা হয়। যেগুলো ধর্ষণের শিকার ওই তরুণীর হবু স্বামীর কাছ থেকে ছিনতাই করেছিল রুবেল। গত ২৫ অক্টোবর হবু স্বামীর সঙ্গে দেখা করতে উত্তর বাড্ডা এলাকার পুরোনো থানা রোডে হাজি রুহুল আমিনের মেসে যান ওই তরুণী। সেখানে তার হবু স্বামী ভাড়া থাকতেন।
সেসময় মেসের ব্যবস্থাপক হানিফ ভাড়াটে সালাউদ্দিন, আল আমিন ও রনি স্থানীয় সন্ত্রাসী রুবেলকে ডেকে আনে। পরে সালাউদ্দিন ও আল আমিনকে সঙ্গে নিয়ে ওই তরুণীকে পাশের একটি বাড়িতে নিয়ে ধর্ষণ করে। ঘটনার পর গত ২৮ অক্টোবর ওই তরুণী মামলা করেন। পরে সালাউদ্দিনকে গ্রেপ্তার করে পুলিশ।