বিরোধপূর্ণ কাশ্মীর অঞ্চলের আন্ত-সীমান্তে ভারতের হামলায় সাত পাকিস্তানি সৈন্য নিহত হয়েছে বলে ইসলামাবাদ অভিযোগ করেছে।বিরোধপূর্ণ কাশ্মীরকে কেন্দ্র করে সাম্প্রতিক মাসগুলোতে পরমাণু ক্ষমতাধর প্রতিবেশী এ দুই দেশের মধ্যে চরম উত্তেজনা চলছে।
পাকিস্তানের সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, গত রাতে ভিম্বার সেক্টরে নিয়ন্ত্রণ রেখা বরাবর (এলওসি) ভারতীয় সৈন্যের বন্দুক হামলায় সাত পাকিস্তানি সৈন্য শহীদ হয়েছে।বিবৃতিতে আরো বলা হয়, ভারতের উস্কানিমূলক হামলার জবাবে পাকিস্তানি সৈন্যরা ভারতীয় বিভিন্ন ফাঁড়ি লক্ষ্য করে গুলি ছোঁড়ে।দীর্ঘ বিরোধপূর্ণ এ অঞ্চল নিয়ে গত সেপ্টেম্বর মাসে দু’দেশের মধ্যে উত্তেজনা চরম পর্যায়ে পৌঁছে। তখন একটি সামরিক ঘাঁটিতে হামলা চালানোয় ভারত পাকিস্তানি জঙ্গিদের দায়ি করে। সেখানে ওই হামলায় ১৯ ভারতীয় সৈন্য নিহত হয়।ভারত জানায়, তারা ওই হামলার জবাবে পাকিস্তানের কঠোর নিরাপত্তা বেষ্টিত সীমান্তের অভ্যন্তরে প্রবেশ করে ‘সার্জিক্যাল স্ট্রাইক’ নামের সামরিক অভিযান চালায়। যদিও ইসলামাবাদ সেখানে ভারতের এমন অভিযানের কথা প্রত্যাখান করে।