হুমায়ুন আহমেদের জন্মদিন, গাজীপুরের নুহাশপল্লীতে কেক কাটলেন দুই পুত্র ॥

0
0

gazipur-2-13-november-2016-humayun-ahmed-68th-birth-day-2

গাজীপুরের ‘নুহাশপল্লী’তে প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের ৬৮তম জন্মদিন নানা কর্মসূচির মধ্য দিয়ে রবিবার পালিত পালিত হয়েছে। জন্মদিনে জনপ্রিয় এ লেখককে শ্রদ্ধা জানাতে এদিন তাঁর কবরের পাশে মানুষের ঢল নেমেছে। হুমায়ুন আহমেদের জন্মদিন উপলক্ষে শনিবার রাতে গাজীপুর সদর উপজেলার পিরুজালী গ্রামে হুমায়ুন আহমেদের হতে গড়া ‘নুহাশ পল্লী’তে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়।

দিবসটি উপলক্ষে রবিবার সকাল থেকেই হুমায়ূন আহমেদের ভক্তরা নুহাশপল্লীতে ভীড় জমাতে শুরু করেন। তারা তাদের প্রিয় লেখকের কবরে ফুল দেন এবং নিশ্চুপ দাঁড়িয়ে থেকে তার আত্মার মাগফিরাত কামনা করেন। ভক্তরা দিনভর তাদের প্রিয় লেখকের হাতে গড়া নুহাশপল্লী ঘুরে ঘুরে দেখেন।

এদিকে, রবিবার ভোরে হুমায়ূন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন ছেলে নিষাদ ও নিনিতকে নিয়ে নুহাশপল্লীতে আসেন। পরে তিনি সকাল সোয়া ৯টার দিকে শাওন ছেলে নিষাদ ও নিনিতকে নিয়ে হুমায়ূন আহমেদের কবরে পুষ্পস্তবক অর্পণ এবং কবর জিয়ারত ও মোনাজাতে অংশ নেন। কবর জিয়ারত শেষে নুহাশপল্লীতে হোয়াইট হাউসের পাশে স্থাপিত হুমায়ুন আহমেদের ম্যুরালের সামনে আপেল তলায় হুমায়ুন আহমেদের জন্মদিনের কেক কাটেন তার দুই ছেলে নিষাদ ও নিনিত। এসময় শতাধিক ভক্ত, গণমাধ্যমকর্মী ও নুহাশপল্লীর কর্মচারীরাসহ এলাকার লোকজন উপস্থিত ছিলেন।

হুমায়ূন আহমেদের ভাই জাফর ইকবাল, কার্টুনিস্ট আহসান হাবীব এবং তিন বোন সুফিয়া হায়দার, মমতাজ শহীদ, রোকসানা আহমেদসহ তাদের পরিবারের সদস্যরা সকাল ১০টার দিকে নুহাশপল্লীতে আসেন এবং কবর জিয়ারত করেন।

এ সময় মেহের আফরোজ শাওন বলেন, হুমায়ূন আহমেদের মত লেখকেরা কখনো চলে যান না। তারা সব সময় থাকেন পাঠকদের হৃদয়ে, ভক্তদের হৃদয়ে। হুমায়ূন আহমেদকে প্রকৃতভাবে জানতে হলে তার একটা, দু’টা বই পড়লে হবে না। তার সবগুলো বই পড়তে হবে। কারণ তার দর্শনের সংমিশ্রণগুলো একটি বইতে পাওয়া যাবে না।
তিনি আরো বলেন, হুমায়ূন আহমেদ খুব সহজভাবে জন্মদিন পালন করতেন। জন্মদিনে আমরা আসলে খুশি হই। হুমায়ূন আহমেদ জন্মদিন আসলে আনন্দটা শেয়ার করতেন, অন্যের আনন্দটা নিজের সঙ্গে শেয়ার করতেন। এই আনন্দের মাঝে খুব সুক্ষ্মভাবে একটা দুঃখবোধ ছিল যে মৃত্যুর দিকে আরও একটি বছর এগিয়ে যাওয়া।

ড. জাফর ইকবাল বলেন, হুমায়ূন আহমেদের বই মানুষ যতোদিন পড়বে, ততোদিন হুমায়ূন আহমেদ বেঁচে থাকবে। কাজেই হুমায়ূন আহমেদকে আলাদাভাবে বাঁচিয়ে রাখার চেষ্টা আমাদের কাউকে করতে হবে বলে আমার মনে হয় না। হুমায়ূন আহমেদের সৃষ্টিগুলো এখন দেশের বাইরেও ভিন্ন ভাষায় প্রচার হচ্ছে। এটা ভালো যে মানুষ তাকে আরও ভালোভাবে এবং বেশি জানতে পারছে। তবে সেগুলো নিয়ম মেনে হচ্ছে কিনা এটা আমার জানার বিষয়। তাকে নিয়ে অনেকে বাণিজ্য করছে। ওই বাণিজ্যটা সঠিকভাবে করছে কি না সেটা খেয়াল রাখা দরকার। কারণ, হুমায়ূন আহমেদের উত্তরাধিকার হলো তার সন্তানেরা। তারা রয়েলিটি পাচ্ছে কিনা বা তাদের অনুমতি নিয়ে প্রচার বা প্রকাশ হচ্ছে কিনা সেগুলো দেখা দরকার।

প্রসঙ্গতঃ ১৯৪৮ সালের ১৩ নবেম্বর নেত্রকোনার কেন্দুয়া থানার কুতুবপুর গ্রামে জন্মগ্রহন করেন হুমায়ুন আহমেদ। তার ডাক নাম ছিল কাজল। বাবার রাখা তার প্রথম নাম শামসুর রহমান। পরে তিনিই তার ছেলের নাম বদলে রাখেন হুমায়ুন আহমেদ। তিনি দূরারোগ্য ক্যান্সারে ভুগে ২০১২ সালের ১৯জুলাই মৃত্যুবরন করেন। এরপর তাকে গাজীপুরের নুহাশপল্লীতে সমাাহিত করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here