সমাবেশের অনুমতি না পেয়ে বিক্ষোভ কর্মসূচি বিএনপির

0
0

bnp1

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি না পেয়ে সোমবার (১৪ নভেম্বর) সারাদেশে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে বিএনপি।রোববার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার‌্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, একটি নিবন্ধিত রাজনৈতিক দল, দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল, যারা পাঁচ বার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে, সেই দল একটি জনসভার অনুমতি পায় না। আমরা সহজেই বুঝতে পারি, দেশে গণতন্ত্রের অবস্থা কোন জায়গায় এসে পৌঁছেছে।জনসভা করা আমাদের মৌলিক ও সাংবিধানিক অধিকার। আমার সাংবিধানিক যে অধিকার তা আজ লঙ্ঘন করা হচ্ছে। আমাদেরকে জনসভা করতে না দেওয়ার প্রতিবাদে সোমবার রাজধানীর থানায় থানায় এবং সারাদেশের মহানগর ও জেলা সদরে বিক্ষোভ মিছিল ও সমাবেশের কর্মসূচি ঘোষণা করছি।সমাবেশের অনুমতি না দেওয়ায় সরকারের আচরণের নিন্দা ও প্রতিবাদ জানান ফখরুল।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি ৭ অথবা ৮ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে চেয়েছিল। কিন্তু পুলিশ সেখানে অনুমতি দেয়নি।এরপর বিকল্প স্থান হিসেবে বিএনপি ৮ নভেম্বর নয়া পল্টনে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশের অনুমতি চেয়ে ফের চিঠি দিলেও পুলিশ চিঠি পাওয়ার কথা অস্বীকার করে। তখন বিএনপি ১৩ নভেম্বর সমাবেশের ঘোষণা দেয়।

এরপর পুলিশ ২৭টি শর্তে রমনার ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে সভার অনুমতি দিলেও বিএনপি তা প্রত্যাখ্যান করে ১৩ নভেম্বর অনুমতি দেওয়ার দাবিই জানিয়ে আসছিল। কিন্তু তাও না পাওয়ায় বিক্ষোভ কর্মসূচি দিল।তিনি জানান, সোমবার ঢাকা মহানগরের থানায় থানায় ও সারাদেশে মহানগর এবং জেলা সদরে বিক্ষোভ কর্মসূচি পালন করবে বিএনপি।জনসভা করা বিএনপির মৌলিক ও সাংবিধানিক অধিকার উল্লেখ করে ফখরুল বলেন, আমাদের সাংবিধানিক অধিকার লঙ্ঘন করা হয়েছে। সমাবেশের অনুমতি নিয়ে যে আচরণ আমাদের সঙ্গে করা হয়েছে, তা নোংরা রসিকতা ছাড়া আর কিছু নয়।এদিকে, রোববার সকাল থেকে বিএনপির নয়া পল্টনের কার্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশ এবং জলকামানের গাড়ি দেখা গেছে।

বিএনপির দাবি, ৭ নভেম্বর নভেম্বর উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি চেয়ে ২০ অক্টোবর গণপূর্ত বিভাগের কাছে আবেদন করে দলটি। কিন্তু একই স্থানে আরও কয়েকটি রাজনৈতিক দল সমাবেশ করার অনুমতি চেয়েছে বলে তাদের ফিরিয়ে দেয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।এরপর দলটি ফের আবেদন করে ৮ নভেম্বর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার‌্যালয়ের সামনে সমাবেশ করার অনুমতি চেয়ে। জবাবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) বিএনপিকে চিঠি দিয়ে জানিয়ে দেয় রাস্তায় কোনো সমাবেশ করতে দেওয়া হবে না।তবে ৮ নভেম্বর দুপুর ২টায় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এক চিঠির মাধ্যমে জানায়, দলটি ২৭টি শর্তসাপেক্ষে সমাবেশ করতে পারবে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে। এর মধ্যে অন্যতম শর্ত হলো বিকেল ৪টার মধ্যে সমাবেশ শেষ করতে হবে।

বিষয়টিকে তখন কুৎসিত ও নোংরা রসিকতা হিসেবে আখ্যায়িত করেন বিএনপির শীর্ষ নেতারা। পাশাপাশি সেদিনই কেন্দ্রীয় কার‌্যালয়ে সংবাদ সম্মেলন করে ১৩ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে ফের কর্মসূচি পালনের ঘোষণা দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল।সে লক্ষ্যে দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ আবার গণপূর্ত বিভাগকে চিঠি দেন সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি চেয়ে।এ চিঠির জবাবে রোববার (১৩ নভেম্বর) সকাল ১১টায় রুহুল কবির রিজভী বরাবর একটা চিঠি পাঠান ঢাকা গণপূর্ত সার্কেল-১ এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল কাদের। ওই চিঠিতে বলা হয়, জরুরি ভিত্তিতে পুলিশ ক্লিয়ারেন্স প্রতিবেদন দাখিল করতে হবে। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, আতাউর রহমান ঢালী, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবীর খোকন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here