ঝড়ে পড়া শিক্ষার্থীদের নিয়ে মিড ডে মিল স্কুল চালু

0
0

%e0%a7%a8%e0%a7%a8%e0%a7%a8-300x2252ঝরে পড়া শিক্ষার্থীদের বিদ্যালয় হিসেবে পরিচিত আদিতমারী কান্তেশ্বর বর্মন সরকারী প্রাথমিক বিদ্যালয়টি। এটি উপজেলা সদরে অবস্থিত হলেও দীর্ঘদিন যাবত অবহেলিত রয়েছে। বিদ্যালয়টিতে ঝুঁকি নিয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের প্রবেশ করতে হয়। শিক্ষার্থীর সংখ্যাও একেবাইে নগন্য। তবে এ বিদ্যালয়টিতে যারা পড়াশুনা করছে তারা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ঝড়ে পড়া হিসেবে পরিচিত। আর এসব ঝড়ে পড়া শিক্ষার্থীদের স্কুলে নিয়মিত করতে ব্যক্তি উদ্দ্যোগে চালু করা হয়েছে“ মিড ডে মিল”। বিদ্যালয়টি গিয়ে দেখা গেছে, আদিতমারী কেবি বালিকা বিদ্যালয় ও কলেজের পেছনে আদিতমারী কান্তেশ্বর বর্মন সরকারী প্রাথমিক বিদ্যালয়টি অবস্থিত। এখানে প্রবেশ করতে হয় ড্রেনের উপর দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে কোমলমতি শিক্ষার্থীদের। এভাবেই চলে আসছে দীর্ঘদিন যাবত। তবে মজার বিষয় হচ্ছে এলাকার অনেকেই জানেন না যে, এখানে একটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে।

১৯৮৬ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টি জাতীয়করণ করা হয় ২০১৩ সালে। এরপর থেকে বিদ্যালয়টি আস্তে আস্তে সবার নজরে আসে। অবকাঠামো হলেও শিক্ষার পরিবেশ না থাকায় অভিভাবকরা মুখ ফিরিয়ে নেয় এ প্রতিষ্ঠান থেকে। অবশেষে ২০১২ সালের জুন মাসে এ প্রতিষ্ঠানে সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেন স্থানীয় যুবক ফারুক হোসেন মিন্টু। তিনি যোগদানের পর পাল্টাতে থাকে স্কুলের দৃশ্যপট। শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে তিনি স্থানীয়দের সহায়তায় নানামুখি পদক্ষেপ গ্রহণ করেন। বাড়ি বাড়ি গিয়ে সংগ্রহ করতে থাকেন শিক্ষার্থী। এভাবেই শিক্ষার্থীর সংখ্যা বাড়তে থাকে।এদিকে প্রতিষ্ঠানটির ঝড়ে পড়া শিক্ষার্থীদের ধরে রাখতে সম্প্রতি ব্যক্তি উদ্দ্যোগে চালু করা হয়েছে মিড ডে মিল। প্রতিদিন কারও না কারও অনুদানে বিতরণ করা হচ্ছে খিচুড়িসহ বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী। প্রধান শিক্ষকের কার্যক্রম সোস্যাল যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ায় অনেকেই সাহায্যের হাত বাড়িয়ে দিতে শুর করেছেন।

এরমধ্যে এডুকেশন ডেভেল্পমেন্ট সোসাইটির ব্যবস্থাপনা পরিচালক খন্দকার আসাদুজ্জামানের পক্ষ থেকে বিনামূল্যে শিক্ষার্থীদের মাঝে ২টি করে খাতা বিতরণ করা হয়েছে। তিনি এ কার্যক্রম অব্যাহত রাখবেন বলে জানিয়েছেন। বিদ্যালয়টির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফারুক হোসেন জানান, ঝড়ে পড়া শিক্ষার্থীদের ধরে রাখতে স্থানীয়দের সহায়তায় মিড ডে মিল চালু করা হয়েছে। এ কার্যক্রম চালু হওয়ায় শিক্ষার্থীর সংখ্যা বেড়ে যাচ্ছে বলে তিনি দাবী করেন। সহকারী শিক্ষা অফিসার নাসির উদ্দিন জানান, বিদ্যালয়টি করুণ দৃশ্য দেখে প্রধান শিক্ষকসহ স্থানীয়দের সহায়তায় কার্যক্রমটি চালু করা হয়েছে। কার্যক্রম চালুর পর ব্যাপক সাড়া পাওয়া গেছে বলে তিনি সাংবাদিকদের জানান।

 মোঃ ইউনুস আলী লালমনিরহাট প্রতিনিধি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here