ব্লগার নিলয় ও দীপন হত্যা মামলার অন্যতম ০১ আসামী গ্রেফতার

0
0

%e0%a6%96%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc%e0%a6%b0%e0%a7%81%e0%a6%b2ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা দক্ষিণ বিভাগের একটি টিমের নেতৃত্বে ১১/১১/২০১৬ তারিখ রাত ২১.৩০ টায় অভিযান পরিচালনা করে কমলাপুর রেল স্টেশন থেকে নিলাদ্রী চ্যাটার্জী@নিলয় ও প্রকাশক ফয়সাল আরেফীন দীপন হত্যা মামলায় জড়িত ০১ জন আসামীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আসামীর নাম খাইরুল ইসলাম @ জামিল @ রিফাত @ ফাহিম @ জিসান (২৪)।

জিজ্ঞাসাবাদে উক্ত আসামী লেখক ও ব্লগার নিলাদ্রী নিলয় ও জাগৃতি প্রকাশক দীপন হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। সে আনসারুল্লাহ বাংলা টিমের ইন্টেলিজেন্স শাখার শীর্ষ পর্যায়ের একজন সদস্য। ২০১৪ সাল থেকে এবিটি’র ইন্টেলিজেন্স শাখার সদস্য হিসাবে কাজ করছে। ২০১৫ সালের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত নিলয় এবং দীপন সম্পর্কে তথ্য সংগ্রহ করে। সে তাদের বাসা, অফিস সনাক্তসহ বহুদিন বাসা, অফিস ও বিভিন্ন স্থানে যাতায়াতের পথ অনুসরণ করে এ সংক্রান্ত তথ্য এবিটির সামরিক বা আসকারি শাখায় প্রদান করে। হত্যাকান্ড সংগঠিত হওয়ার পর সে ও তার সহযোগীরা মিডিয়ায় (ফেসবুক বা টুইটারে) দায় স্বীকার করে।

উপ-পুলিশ কমিশনার, মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স
ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ঢাকা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here