মাদ্রাসা উড়িয়ে দেয়ার হুমকি দিলেন ইউএনও

0
0

%e0%a6%95%e0%a7%81%e0%a7%9c%e0%a6%bf%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ae-%e0%a6%9c%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%9a%e0%a6%bf%e0%a6%b2%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0%e0%a7%80

জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডেসি) পরিক্ষা কেন্দ্র পরিদর্শনে গিয়ে কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমান মাদ্রাসা উড়িয়ে দেয়ার হুমকি দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন স্থরের মানুষের মাঝে চাঁপা ক্ষোভ বিরাজ করছে।

জানাগেছে, চিলমারী রাজারভিটা ফাজিল মাদ্রাসা কেন্দ্রে গত বুধবার অনুষ্ঠিত বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা শেষে উপজেলা নির্বাহী অফিসার কেন্দ্র পরিদর্শনে এসে হলের ভেতর একটি রুমে বইয়ের এক টুকরো পাতা পেয়ে কেন্দ্র সুপারকে গালিগালাজ করেন এবং মাদ্রাসা উড়িয়ে দেয়ার হুমকি দেন। এ ঘটনাকে কেন্দ্র করে মাদ্রাসাটিতে উত্তেজনা সৃষ্টি হলে উপজেলা মাধ্যমিক অফিসার কৈশলে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।

কেন্দ্রটির হল সুপার মাওঃ আউয়ুব আলী আকন্দ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পরীক্ষা শেষে উপজেলা নির্বাহী অফিসার কেন্দ্র পরিদর্শনে এসে বইয়ের ১টুকরো পাতা পেয়ে উত্তেজিত হয়ে বলেন, আমি দাঁিড় টুপি ঘৃর্ণা করি আমার ইচ্চা করে সব মাদ্রাসা উড়িয়ে দেই। কেন্দ্র সচিব মাওঃ একরাম উদ্দিন বলেন, শুধু মাদ্রসার উড়িয়ে দেয়াই নয় তিনি আরো বলেছেন মাদ্রাসা গুলো পুড়িয়ে দেয়া দরকার, দাঁড়ি টুপিওলা দেখলেই আমার শরীরে আগুন জ্বলে।এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমান অভিযোগ অস্বীকার করে বলেন, নকল হয় এই অভিযোগ পেয়ে মাদ্রসায় গিয়ে কিছু প্রমানও পাই এবং এব্যাপারে সাবধান করি এর বেশি কিছুই নয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here