নিশ্চিত করেই বলা যায় প্রেসিডেন্ট হওয়ার স্বপ্ন আর পূরণ হচ্ছে না ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটনের। প্রথম নারী প্রেসিডেন্ট হয়ে যুক্তরাষ্ট্রের ইতিহাসে এবার অন্তত নাম লেখানো হলো না তার। আনুষ্ঠানিক ঘোষণার অনেক আগে থেকেই ধাপে ধাপে ভোট গণনার ফল দেখে সেটা বুঝে নিয়েছিলেন হিলারির আশাবাদী সমর্থকরা। তাই পুরোটা সময় ধৈর্য ধরে থাকলেও শেষ পর্যন্ত আর ঠিক থাকতে পারলেন না তারা। প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পের জয় আর হিলারির হারে হিলারি শিবিরে এখন কান্নার রোল।
নির্বাচনের বিভিন্ন কাজে দায়িত্বরত হিলারির ইলেকশন পার্টির উদ্দেশ্যে জন বলেন, “আমরা এখনো ভোট গুণছি। একটা ভোটও এখানে মূল্যবান। বেশকিছু অঙ্গরাজ্যে ভোটের পরিমাণ খুব কাছাকাছি। তাই এখনো সেগুলোতে বিজয়ী নির্ধারণ করা যায়নি। তাই আজ রাতে (স্থানীয় সময়) আমরা আর কিছু বলতে চাই না।”
নির্বাচনে জেতার কিছুক্ষণের মধ্যে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রথম ভাষণেই দেশের অভ্যন্তরীণ শহরগুলোর সব সমস্যা সমাধানের ঘোষণার পাশাপাশি হুংকার দিয়ে বলেছেন, “আমেরিকা এখন আর প্রাপ্য কিছুর চেয়ে কম মেনে নেবে না।”
ট্রাম্প বলেন, “আমরা অভ্যন্তরীণ শহরগুলোকে ঠিকঠাক করব। সেসব মানুষকে মনে করে কাজ করব যাদের অন্যরা ভুলে গেছে। আমরা মহাসড়ক, সেতু, বিমানবন্দর, সুড়ঙ্গপথ, হাসপাতালসহ অবকাঠামোগুলো পুনর্নির্মাণ করব, যা কোনো কিছুর কাছেই কখনো দ্বিতীয় হবে না। দেশ গড়ার কাজে আমরা আমাদের কোটি কোটি জনগণের কর্মসংস্থান করব।”
পররাষ্ট্রনীতির ব্যাপারে সংক্ষেপে ট্রাম্প বলেন, তার সরকার সেসব দেশের সঙ্গে বন্ধুত্ব রাখবে যারা যুক্তরাষ্ট্রের সঙ্গে বন্ধুত্ব রাখতে চাইবে। “আমরা আমাদের দেশের সর্বোচ্চ খেয়াল রাখব। বন্ধু দেশের সঙ্গে আমাদের সম্পর্ক খুবই মধুর হবে।” দেশের স্বার্থকে সবার আগে রাখলেও পুরো বিশ্বের সঙ্গে সরকার ন্যায্য সম্পর্ক রাখবে বলে জানান তিনি, “আমরা সব দেশের সঙ্গে মতৈক্য খুঁজব, প্রতিকূলতা নয়, অংশীদারিত্ব খুঁজব, বিবাদ নয়।” সবসময় সঙ্গে থেকে জয় আনার মতো নির্বাচনী প্রচারণার জন্য নিজের প্রচারণা শিবিরকে ধন্যবাদ জানান নতুন প্রেসিডেন্ট। বলেন, ১৮ মাসের প্রচারণা যাত্রায় মানুষগুলোকে খুব কাছ থেকে চিনেছেন তিনি। প্রচারণা শিবিরের সদস্যদের সঙ্গে কাটানো সময়গুলো ট্রাম্পের জীবনের সর্বোচ্চ মুহূর্ত।
জাতীয় প্রবৃদ্ধি এবং নবায়নের উদ্দেশ্যে ট্রাম্প সরকার প্রকল্প হাতে নেবে বলে ভাষণে জানানো হয়। এজন্য যুক্তরাষ্ট্রের মেধাবী জনগোষ্ঠীকে কাজে লাগানো হবে। ট্রাম্প বলেন, “আমাদের হাতে ব্যাপক একটি অর্থনৈতিক পরিকল্পনা রয়েছে। আমরা আমাদের প্রবৃদ্ধিকে দ্বিগুণ করব এবং বিশ্বের সবচেয়ে শক্তিশালী অর্থনীতি হবে আমাদেরটাই।”
প্রেসিডেন্ট হিসেবে প্রথম ভাষণে তাকে নির্বাচিত করার জন্য সবাইকে ধন্যবাদ জানান ট্রাম্প। এরপর প্রথমে বাবা-মা ও একে একে পরিবারের সব সদস্য, দলীয় মনোনয়নে প্রতিদ্বন্দ্বীসহ সব বন্ধু এবং সহকর্মীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন রাজনীতির মতো নোংরা যুদ্ধে পাশে থেকে সমর্থন দেয়ার জন্য। এছাড়া যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিসসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও ধন্যবাদ জানান তিনি।
ডোনাল্ড ট্রাম্প বলেন, “অনেকেই আমার বিজয়কে ঐতিহাসিক ঘটনা বলছেন। তবে এটা তখনই ঐতিহাসিক হবে যদি আমরা ভালো কাজ করতে পারি। আমি কথা দিচ্ছি আমি আপনাদের হতাশ করব না। আমাদের কাজ মাত্র শুরু হচ্ছে। আমি এমনভাবে দায়িত্ব পালন করব যেন আপনারা আপনাদের প্রেসিডেন্টকে নিয়ে গর্ব করতে পারেন। আমি সত্যিই এই দেশটাকে খুব ভালোবাসি।”
সবশেষে ট্রাম্প তার রানিংমেট নতুন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সকে সঙ্গে থাকার ধন্যবাদ দিয়ে বক্তব্য শেষ করেন। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে হোয়াইট হাউজের চাবি পেলেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। মনোনয়নের আগে থেকেই বিশ্ব রাজনীতির আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হন তিনি। ব্যবসায়ী পরিবার থেকে উঠে আসা ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন- প্রেসিডেন্ট নির্বাচিত হলে মার্কিন অভ্যন্তরীণ ও পররাষ্ট্রনীতিতে ব্যাপক পরিবর্তন আনবেন।
শেষ হাসিটা হাসলেন ডোনাল্ড ট্রাম্পই। রাজনীতির জগতে নতুন পা রাখা রিপাবলিকান এই প্রার্থী ধনাঢ্য ব্যবসায়ী থেকে ঢুকে গেলেন ইতিহাসের পাতায়। প্রচারণার সময় দেশের উন্নয়নে দিয়েছিলেন নানা প্রতিশ্রুতি। ঘোষণা দিয়েছেন- প্রেসিডেন্ট নির্বাচিত হলে মার্কিন অভ্যন্তরীণ ও পররাষ্ট্রনীতিতে ব্যাপক পরিবর্তন আনবেন।
ডোনাল্ড ট্রাম্পের জন্ম ১৯৪৬ সালের ১৪ই জুন নিউ ইয়র্ক সিটির কুইন্সে। বাবা ফ্রেড ট্রাম্প ও মা মেরি ট্রাম্পের পাঁচ সন্তানের চতুর্থ তিনি। অন্য ভাই-বোনদের মতো ট্রাম্পও প্রথমে স্থানীয় একটি বেসরকারি স্কুলে শিক্ষা নেন। পরে বাবা তাকে নিউ ইয়র্ক মিলিটারি অ্যাকাডেমিতে অষ্টম গ্রেডে ভর্তি করান। পড়াশোনার ছুটিতে বাবার সঙ্গে ব্যবসার বিভিন্ন প্রকল্পে অংশ নিয়ে ভবিষ্যতে ব্যবসায়ী হয়ে উঠার জানান দেন ট্রাম্প।
পরে ১৯৬৮ সালে ওয়ারটন ইউনিভার্সিটি অব পেনসিলভেনিয়া থেকে অর্থনীতিতে ব্যাচেলর অব সায়েন্স ডিগ্রি লাভ করেন। উত্তরাধিকার সূত্রে পাওয়া ব্যবসার মূলধন ও বিভিন্ন প্রতিষ্ঠান আরও প্রসারিত করেন ডোনাল্ড ট্রাম্পের বাবা ফ্রেড ট্রাম্প। পড়াশুনা শেষে ১৯৬৮ সালে ২২ বছর বয়সে বাবার ব্যবসায় পুরোপুরি মনোনিবেশ করেন ডোনাল্ড ট্রাম্প। ১৯৭৮ সালেই নিউ ইয়র্কের ম্যানহাটনে অন্যতম প্রধান আবাসন ব্যবসায়ী হিসেবে খ্যাতি লাভ করেন তিনি।
আশির দশকে আবাসন খাতে বিনিয়োগ বাড়াতে থাকেন ট্রাম্প। ২০০৩ সালে টেলিভিশন রিয়েলিটি শো দ্য অ্যপ্রেনটিসের উপস্থাপনা টিভি ব্যক্তিত্ব হিসেবে খ্যাতিমান করেছে ট্রাম্পকে। ২০০৫ সালে নিজের নামে বিশ্ববিদ্যালয়ও করেন তিনি।
১৯৭৭ সালে ফ্যাশন মডেল ইভানা জেনিকোভাকে জীবনসঙ্গী করেন ট্রাম্প। ১৯৯১ এ ইভানার সঙ্গে বিচ্ছেদের পর ১৯৯৩ সালে মার্লা মেপলসকে বিয়ে করেন ট্রাম্প। ১৯৯৯ সালে মেপলসের সঙ্গে বিচ্ছেদের পর ২০০৫ সালে সাবেক মডেল মেলানিয়া কেসাভস- এর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এ ধনকুবের। বর্তমানে মেলানিয়ার সঙ্গেই সংসার করছেন তিনি।
রাজনীতির জগতে নতুন হলেও চলতি বছরের শুরুতে ঘোষণা করেন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থিতা। যুক্তরাষ্ট্রকে আবারও শীর্ষে নেয়ার স্লোগান দিয়ে দেশব্যাপী প্রাইমারি ও ককাসে দলের ১৭ মনোনয়ন প্রত্যাশীকে হটিয়ে দলীয় মনোনয়ন নিশ্চিত করেন ট্রাম্প। রানিংমেট হিসেবে বেছে নেন ইন্ডিয়ানার গভর্নর মাইক পেন্সকে।
প্রেসিডেন্ট পদে লড়াইয়ের শুরু থেকেই বিতর্ক ট্রাম্পের পিছু নেয়। অবৈধ ব্যবসায় বিনিয়োগ, বেশ কয়েকবার নারী কেলেঙ্কারি কিংবা কর ফাঁকির মতো অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। তবে এতসব সমালোচনাকে পেছনে ফেলে তিনিই ঢুকছেন সাদা বাড়িতে।