ভারতে ৫শ’ ও ১ হাজার রুপির নোট নিষিদ্ধ

0
0

Thick stacks of 500 and 1000 rupee notes.

ভারতে ৫শ’ ও ১ হাজার রুপির নোট নিষিদ্ধ ঘোষণা করেছে দেশটির সরকার। এরপর গতকাল মধ্যরাত থেকে নোটগুলো বাজার থেকে প্রত্যাহার করেছে রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া। ঘোষণার পরপরই অর্থ উত্তোলনের জন্য বুথগুলোর সামনে দেখা গেছে লম্বা লাইন। মূলত দুর্নীতি ঠেকাতেই এ পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর ঘোষণার পর স্থানীয় সময় গতরাত ১২টা থেকে ভারতে অচল হয়ে যায় ৫শ’ ও ১ হাজার রুপির নোট। সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে হঠাৎই এ ঘোষণা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সরকারের এ সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন দেশটির সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা।

তবে দুর্নীতি ঠেকাতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার পক্ষ থেকে জনগণকে উদ্বিগ্ন না হয়ে ১১ নভেম্বর থেকে ব্যাংক ও পোস্ট অফিসের মাধ্যমে পুরাতন নোট জমা দিয়ে নতুন নোট সংগ্রহ করার নির্দেশ দেয়া হয়েছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ‘দুর্নীতি রোধেই এ নোটগুলো বন্ধ করেছি আমরা। এখনো আরো ৫০ দিন সময় আছে পুরাতন নোট জমা দিয়ে নতুন নোট সংগ্রহ করার। উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। সন্ত্রাসবাদ নির্মূলের অনেক পদক্ষেপের একটি এটি।’ রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া গভর্নর উরজিত প্যাটেল বলেন, ‘৫শ’ এবং ১ হাজার রুপির নোটগুলো থেকে জাল নোট তৈরি খুব সহজ। নিরাপত্তা জনিত কারণেই এ নোটগুলো বন্ধ করে দিয়েছি।’ ১০ নভেম্বর বাজারে নতুন ৫শ’ রুপি ও ২ হাজার রুপির নোট ছাড়া হবে। ঘোষণায় আরো বলা হয়, আগামী ৩০ ডিসেম্বরের মধ্যে প্রত্যেককে পুরাতন নোট জমা দিয়ে নতুন নোট সংগ্রহ করতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here