নিজস্ব খরচে অবিলম্বে ভবন ভাঙার নির্দেশ বিজিএমইএকে

0
0

bgmea

দেশের প্রধান রপ্তানি পণ্যের শিল্পোদ্যোক্তাদের সমিতি বিজিএমইএকে ঢাকার হাতিরঝিল প্রকল্প এলাকায় পরিবেশের ক্ষতি করে বেআইনিভাবে গড়ে তোলা তাদের ১৬ তলা ভবন অবিলম্বে নিজেদের খরচে ভেঙে ফেলার নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত।

বিজিএমইএ তা না করলে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষকে রায়ের কপি হাতে পাওয়ার ৯০ দিনের মধ্যে এই নির্দেশনা বাস্তবায়ন করতে হবে। এক্ষেত্রেও ভবন ভাঙার টাকা তারা বিজিএমইএর কাছ থেকে আদায় করবে।প্রায় দুই দশক আগে নির্মিত ভবনটি ভেঙে ফেলতে হাই কোর্টের দেওয়া রায় বহাল রেখে গত ২ জুন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ যে রায় দিয়েছিল, মঙ্গলবার প্রকাশিত তার পূর্ণাঙ্গ অনুলিপিতে এসেছে এই নির্দেশনা।হাই কোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) সাব্বির ফয়েজ বলেন, ৩৫ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায়টি ইতোমধ্েয সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে দেওয়া হয়েছে।এই রায়ের প্রত্যায়িত অনুলিপি বিজিএমইএ এবং রাজউকের কাছে পাঠানো হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।

রায়ের নির্দেশনা জানার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিজিএমইএর সহসভাপতি মোহাম্মদ নাসির জানান, তারা আপিল বিভাগের রায় পুনর্বিবেচনার (রিভিউ) আব্নে করবেন।রায় প্রকাশের এক মাসের মধ্যে রিভিউ করার একটা অপশন আছে। আমরা অবশ্যই সে সুযোগটা নেব। এর পরে মহামান্য আদালত যে ডিসিশন দেবে আমাদের তো তা মেনে নিতেই হবে।

নাসির বলেন, শেষ পর্যন্ত যদি ভবন ভেঙে ফেলতেই হয়, সেক্ষেত্রেও বৈদেশিক মুদ্রা অর্জনকারী এই খাত যে নির্বিঘেœ চালিয়ে নেওয়া যায়, সেজন্য ‘ব্রিদিং স্পেস’ রাখার কথা রিভিউ আবেদনে বলা হবে।এখন পর্যন্ত রায়ের কপি হাত পাননি জানিয়ে রাজউক চেয়ারম্যান এম বজলুল করিম চৌধুরী বলেন, রায় পড়ে দেখে তবেই তিনি এ বিষয়ে কথা বলতে চান।হাই কোর্ট রায়ে বলেছিল, বিজিএমইএ ভবনটি সৌন্দর্যমন্ডিত হাতিরঝিল প্রকল্পে একটি ক্যান্সারের মতো। এ ধ্বংসাত্মক ভবন অচিরেই বিনষ্ট না করা হলে এটি শুধু হাতিরঝিল প্রকল্পই নয়, সমস্ত ঢাকা শহরকে সংক্রামিত করবে।

তৈরি পোশাক খাতের শিল্পোদ্যোক্তাদের সমিতির এই ভবনের বিষয়ে রায়ে বলা হয়, আর্থিক পেশিশক্তির অধিকারী বলে’ শক্তিশালী একটি মহলকে আইনের ঊর্ধ্বে রাখতে হবে এমন যুক্তি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।তৈরি পোশাকশিল্প প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) ভবন ‘বিজিএমইএ কমপ্লেক্স ভাঙার আদেশসংক্রান্ত হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়েছে। রায়ে অবিলম্বে ওই ভবন নিজ খরচায় ভাঙতে বিজিএমইএকে নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে ৩৫ পৃষ্ঠার এই রায় প্রকাশ পায়। এর আগে গত ২ জুন বৃহস্পতিবার বিজিএমইএ ভবন ভাঙতে হাইকোর্টের দেওয়া রায় বহাল রাখেন আপিল বিভাগ। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে বিজিএমইএর করা আপিল আবেদন প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের বেঞ্চ খারিজ করে দেন।হাইকোর্টের রায় বহাল রেখে আপিল খারিজ করে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করার পর এখন বিজিএমইএ ভবন ভাঙতে আর বাধা থাকল না। প্রকাশিত পূর্ণাঙ্গ রায়ে বলা হয়েছে, বেগুনবাড়ি খাল ও হাতিরঝিল লেকের ওপর জলাশয়ে অবস্থিত বিজিএমইএ কমপ্লেক্স নিজ খরচায় অবিলম্বে ভেঙে ফেলার জন্য বিজিএমইএকে নির্দেশ দেওয়া হলো। বিজিএমইএ এই নির্দেশ পালনে ব্যর্থ হলে রায়ের কপি পাওয়ার ৯০ দিনের মধ্যে রাজউককে ভবন ভাঙতে নির্দেশ দেওয়া হলো। সে ক্ষেত্রে ভবন ভাঙার যাবতীয় খরচ বিজিএমইএর কাছ থেকে নিতে বলা হলো।২০১০ সালের ২ অক্টোবর একটি ইংরেজি দৈনিকে প্রকাশিত সংবাদে বলা হয়, রাজউকের অনুমতি ছাড়া বিজিএমইএ ভবন নির্মাণ করা হয়েছে। এটি আদালতের দৃষ্টিগোচর করা হলে আদালত স্বতঃপ্রণোদিত হয়ে রুল জারি করেন। পরে এই মামলার জন্য হাইকোর্ট কয়েকজন অ্যামিকাস কিউরি নিযুক্ত করেন। তাঁরা আদালতে বক্তব্য দেন। জমির মালিকানা না থাকা ও জলাধার আইন লঙ্ঘন করে হাতিরঝিলে বিজিএমইএ ভবন নির্মাণ করার অভিযোগ প্রমাণিত হওয়ায় হাইকোর্ট ২০১১ সালের ৩ এপ্রিল ভবনটি ভেঙে ফেলতে রায় দেন এবং জলাধার আগের অবস্থায় ফিরিয়ে আনতে বলেন। রায়ের অনুলিপি পাওয়ার ৯০ দিনের মধ্যে ভবনটি ভেঙে ফেলতে নির্দেশনাও দেওয়া হয়। এই রায়ের বিরুদ্ধে বিজিএমইএ আপিল করে। কিন্তু তাদের আপিল খারিজ করে দেন আপিল বিভাগ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here