কুমিল্লাকে হারিয়ে জয়ে শুরু তামিমদের

0
0

bpl-winবিপিএলের চতুর্থ আসরের উদ্বোধনী ম্যাচেই হতাশায় ডুবলো মাশরাফির কুমিল্লা ভিক্টোরিয়ান্স! চিটাগং ভাইকিংসের কাছে ২৯ রানে হেরে গেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। তামিম ইকবাল ও শোয়েব মালিকের ঝড়ো ব্যাটিংয়ে চিটাগংয়ের ১৬১ রানের জবাবে আট উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১৩২ রান তোলে কুমিল্লা। দলের হারের বিপরীতে উজ্জ্বল ছিলেন নাজমুল হাসান শান্ত। ৫৪ রানের (৪৪ বল) অপরাজিত ইনিংস খেলে মাঠ ছাড়েন ১৮ বছরের এ উঠতি ব্যাটসম্যান। আর কেউই হাল ধরতে পারেননি। একাই চারটি উইকেট তুলে নেন আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবী।
ব্যক্তিগত ৬ রানে সাজঘরে ফেরেন ইমরুল। ডোয়াইন স্মিথের করা তৃতীয় ওভারের প্রথম বলেই আনামুল হকের গ্লাভসবন্দি হন। ভালো কিছুর ইঙ্গিত দিয়েও প্যাভিলিয়নে ফেরেন মারলন স্যামুয়েলস (১৮ বলে ২৩)। ষষ্ঠ ওভারে আব্দুর রাজ্জাকের বলে তাসকিন আহমেদের হাতে ধরা পড়েন ক্যারিবীয় ব্যাটিং জিনিয়াস।

ওপেনার লিটন দাস ১৮ বল মোকাবেলায় ১৩ রান করে আউট হন। অষ্টম ওভারে নবীর ডেলিভারিতে আনামুলের গ্লাভসে আটকা পড়েন। নিজের দ্বিতীয় ওভারে এসে আবারো উইকেট উদযাপনে মাতেন নবী। এবার আসার জাইদিকে (২) ক্লিন বোল্ড করেন। মাত্র ১ রান করে সমর্থকদের হতাশ করেন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। পরের ওভারেই (১৩তম) ইমাদ ওয়াসিমকে ফিরিয়ে কুমিল্লার বিপর্যয় টেনে আনেন তাসকিন। দলীয় ৭৭ রানে ষষ্ঠ উইকেটের পতন ঘটে। ১৮তম ওভারে টানা দুই বলে দুই উইকেট তুলে চার উইকেট পূর্ণ করেন নবী। আল আমিনের (১৪) স্ট্যাম্পি ভাঙার পর সোহেল তানভীরকে (০) এলবিডব্লুর ফাঁদে ফেলেন। শান্তর ব্যাটিং দৃঢ়তায় অলআউট এড়ায় কুমিল্লা। তার সঙ্গে ৬ বল খেলে ২ রানে অপরাজিত থাকেন মোহাম্মদ শরিফ। নবীর দুর্দান্ত বোলিংয়ের দিনে শোয়েব মালিক ছাড়া বাকি সবাই একটি করে উইকেট লাভ করেন। ডোয়াইন স্মিথ, আব্দুর রাজ্জাক, টাইমল মিলস ও তাসকিন আহমেদ।

এর আগে তামিমের অর্ধশতক ও শোয়েবের অসাধারণ ব্যাটিংয়ে স্কোরবোর্ডে চ্যালেঞ্জিং সংগ্রহ তোলে চিটাগং। শেষদিকে, শোয়েব ২৮ বলে ৪২ ও জহুরুল ইসলাম ২১ বলে ২৯ রান করে অপরাজিত থাকেন। ইনিংসের ষষ্ঠ ওভারে ব্যক্তিগত ২৩ রানে নতুন জীবন পান তামিম। ইমাদ ওয়াসিমের করা দ্বিতীয় বলটিতে ডিপ কাভারে ক্যাচ হাতছাড়া করেন নাহিদুল ইসলাম। ওই ওভারেই ৩৬ রানের ওপেনিং জুটি ভাঙেন পাকিস্তানি স্পিন অলরাউন্ডার। মোহাম্মদ শরিফের তালুবন্দি হন ডোয়াইন স্মিথ (৯)।

১১তম ওভারে দলীয় ৮০ রানের মাথায় রান আউটের শিকার হন তামিম। খেলেন ৩৮ বলে ৫৪ রানের ঝলমলে ইনিংস। তাতে ছিল ৬টি চার ও দু’টি ছক্কার মার। তামিমের পর দলীয় ১০১ রানে একই ফাঁদে পড়েন ওয়ানডাউনে নামা আনামুল হক (২২)। এরপর আর কোনো উইকেটের পতন ঘটাতে পারেননি মাশরাফিরা। ৬০ রানের অবিচ্ছিন্ন জুটিতে মাঠ ছাড়েন শোয়েব ও জহুরুল। মঙ্গলবার (৮ নভেম্বর) নতুন সূচিতে মাঠে গড়ায় বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চতুর্থ আসর। উদ্বোধনী ম্যাচেই মুখোমুখি হন মাশরাফি-তামিম। টস জিতে চিটাগংকে ব্যাটিংয়ে পাঠায় গতবারের শিরোপাধারীরা।

প্রসঙ্গত, গত ৪ নভেম্বর টুর্নামেন্ট শুরু হওয়ার কথা ছিল। কিন্তু, বৈরী আবহাওয়া ও বৃষ্টির কারনে প্রথম দুই দিনের চার ম্যাচে একটি বলও মাঠে গড়ায়নি। প্রতিকূল পরিস্থিতির কথা ভেবেই ৮ নভেম্বর থেকে নতুন করে শুরু করার সিদ্ধান্ত নেয় বিপিএল গভর্নিং কাউন্সিল। জয়ে শুরুর পর বুধবারই (৯ নভেম্বর) নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে তামিমের চিটাগং। প্রতিপক্ষ রংপুর রাইডার্স। এর দু’দিন পর কুমিল্লার মুখোমুখি হবে মুশফিকুর রহিমের বরিশাল বুলস।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here