সমাবেশের অনুমতি মিলবে, আশা বিএনপির

0
0

bnp1

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, ৮ নভেম্বর বিএনপির সমাবেশকে কেন্দ্র করে সরকার ন্যক্কারজনক খেলায় মেতে উঠেছে। তিনি বলেন, বিএনপি এখনো দৃঢ়ভাবে বিশ্বাস করে, আগামী মঙ্গলবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশের অনুমতি পাওয়া যাবে।রোববার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী এসব কথা বলেন।রিজভী বলেন, এর আগে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি নিয়ে পুলিশ প্রশাসন যে অজুহাত উত্থাপন করে সমাবেশ অনুষ্ঠান বানচাল করেছে, তা কেবল অনাচারমূলক রাষ্ট্রেই সম্ভব হয়। সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি কেন দেওয়া হয়নি, সেটি কারও জানতে বাকি নেই। তারপরও পুলিশের বক্তব্য মেনে নিয়ে বিএনপি দলের কেন্দ্রীয় কার্যালয়ে সমাবেশ করার অনুমতি চেয়ে চিঠি দিয়েছে। এটি নিয়েও পুলিশ প্রশাসনের বিভ্রান্তিমূলক কথাবার্তা দেশবাসীকে হতবাক করেছে।

রিজভী বলেন, বিরোধী দলের গণতান্ত্রিক অধিকারকে হরণ করার নিষ্ঠুর যন্ত্রে পরিণত করতে দিয়ে পুলিশের ভাবমূর্তি এখন অলক্ষ্য কৃষ্ণগহ্বরের মধ্যে নিক্ষেপিত হয়েছে। বাংলাদেশের রাষ্ট্রক্ষমতা অবৈধভাবে দখলকারী কায়েমি স্বার্থবাদী শাসকগোষ্ঠীর হাতিয়ারে পরিণত না হয়ে দেশের আইনসম্মত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসেবে পুলিশ-র‌্যাব ও জনপ্রশাসনের কাজ করা উচিত। বিরোধী দলের প্রতি সরকারের অনড়তা, একগুঁয়েমি ও বৈরিতা সমর্থনকারী অনুগত বাহিনী হিসেবে পরিচিতি লাভ করা থেকে বেরিয়ে আসা উচিত পুলিশ, র‌্যাব তথা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে।রিজভী দাবি করেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জিয়াউর রহমানের কবরে রক্তদান কর্মসূচি পালনের লক্ষ্যে প্যান্ডেল তৈরি করলে পুলিশ তা ভেঙে লোকজনকে তাড়িয়ে দিয়েছে। এ ছাড়া ঢাকা ও নরসিংদীতে দলের কয়েকজন নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি এসব ঘটনার নিন্দা জানান।রিজভী জানান, সোমবার জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া দলের নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানাবেন এবং ফাতেহা পাঠ করবেন।

প্রসঙ্গত, নয়াপল্টনে সমাবেশের অনুমতি চেয়ে আবেদন করা নিয়ে পুলিশ মিথ্যাচার করছে বলে দাবি করে বিএনপি। শনিবার সন্ধ্যায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কথা বলেন। তাঁর দাবি, বিএনপি নয়াপল্টনে সমাবেশ করার অনুমিত চেয়ে শুক্রবার যথাযথ কর্তৃপক্ষের কাছে চিঠি দিয়েছে। সে চিঠি গ্রহণও করা হয়েছে।৭ অথবা ৮ নভেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার প্রস্তুতি নিচ্ছিল বিএনপি। দলটি এ জন্য যথাযথ কর্তৃপক্ষের কাছে আবেদনও করেছিল। গত বৃহস্পতিবার রাতে পুলিশ জানায়, ৭ ও ৮ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে কাউকে সমাবেশ করতে দেওয়া হবে না। শুক্রবার রিজভী প্রথম আলোকে বলেছিলেন, তাঁরা ৮ নভেম্বর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করার অনুমতি চেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশকে চিঠি দিয়েছেন। আজ শনিবার ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া এক অনুষ্ঠানে সাংবাদিকদের বলেন, তাঁরা বিএনপির এ ধরনের কোনো আবেদন পাননি। পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ডিএমপি কমিশনার এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে রিজভী সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আবেদনের একটি কপি দেখিয়ে বলেন, বিএনপি নয়াপল্টনে সমাবেশ করার অনুমতি চেয়ে গতকাল চিঠি দিয়েছে। পুলিশ গণমাধ্যমে যে বক্তব্য দিয়েছে, তা সত্য নয়।সমাবেশের অনুমতি দেওয়া না হলে বিএনপি কী করবে এমন প্রশ্নের জবাবে রিজভী বলেন, বিএনপির শীর্ষ নেতারা আলোচনা করে করণীয় ঠিক করবেন। অন্যদিকে, সাত নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করার অনুমতি এখনও পায়নি বিএনপি। তবে এ সমাবেশের ডাকে সরকার ভয়ে নেতাকর্মীদের আটক করে যাচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। রোববার তিনি বলেন, সমাবেশের অনুমতি তো দেওয়া হয়নি, আমাদের উপরস্তু ভয় পেয়ে নেতাকর্মীদের বিভিন্ন জায়গা থেকে আটক করছে পুলিশ।আব্বাস আরও বলেন, সরকার ছায়ার সঙ্গে যুদ্ধ করছে। শনিবার আমার এলাকা থেকে কমপক্ষে ২০ জন নেতাকর্মীকে আটক করা হয়েছে।এছাড়াও বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে অনেককে আটক করা হয়েছে।তিনি বলেন, সন্ধ্যা পর্যন্ত অনুমতির জন্য অপেক্ষা করা হবে। এরপর কর্মসূচি দিলে জানানো হবে।তবে সংহতি দিবস উপলক্ষে জিয়াউর রহমানের মাজার জিয়ারত করবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলে জানিয়েছেন দলপির এ সিনিয়র নেতা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here