সমাবেশের অনুমতি নিয়ে পুলিশ মিথ্যাচার করছে: রিজভী

0
188

রুহুল কবির রিজভী আহমেদনয়া পল্টনে ৮ নভেম্বর সমাবেশের অনুমতি চেয়ে আবেদন করা হয়নি বলে পুলিশ কমিশনারের দাবি সত্য নয় বলে জানিয়েছে বিএনপি। নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে শনিবার বিকালে এক জরুরি সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, আমরা যথাযথ কর্তৃপক্ষের কাছে নয়া পল্টনে সমাবেশ করার অনুমতি চেয়ে শুক্রবার চিঠি দিয়েছি। সেই চিঠি রিসিভ করা হয়েছে।তারপরও পুলিশ গণমাধ্যমকে যে কথা বলছে এটা সত্য নয়। তারা মিথ্যাচার করছে।বিএনপির আবেদন যে পুলিশ গ্রহণ করেছে, তার কপিও এসময় সাংবাদিকদের দেখান তিনি।বিপ্লব ও সংহতি দিবস’ এর অংশ হিসেবে প্রথমে ৭ ও পরে ৮ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি চেয়ে ঢাকা মহানগর পুলিশের কাছে আবেদন করেছিল বিএনপি। কিন্তু পুলিশ সোহওরায়ার্দীতে সমাবেশের অনুমতি দেয়নি।পরে ৮ নভেম্বর নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশের অনুমতি চেয়ে আবেদন করা হয়েছে বলে শুক্রবার বিকালে রিজভী জানিয়েছিলেন।তবে শনিবার মিরপুর পুলিশ লাইন্সে এক অনুষ্ঠানে অংশ নেওয়ার পর ঢাকার পুলিশ কমিশনার মো. আছাদুজ্জমান মিয়া সাংবাদিকদের জানান, তারা বিএনপির কাছ থেকে কোনো ধরনের চিঠি পাননি।তিনি বলেন, নয়া পল্টনে সমাবেশের অনুমতি চেয়ে বিএনপির কাছ থেকে আমরা কোনো চিঠি পাইনি। চিঠি পেলে নিরাপত্তার ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

৮ নভেম্বর সমাবেশেকে সামনে রেখে নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করতে পুলিশ বিএনপির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, ছাত্রদলের সহ-সভাপতি নাজমুল হাসান, সহ-প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম শফিক ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল সভাপতি সারোয়ারুল আলম খানকে গ্রেপ্তার করেছে বলে অভিযোগ করেন রিজভী।তিনি বলেন, পুলিশ অন্যায়ভাবে তাইফুল ইসলাম টিপুসহ চারজনকে গ্রেপ্তার করেছে। তারা দুপুরে সমাবেশের দাপ্তরিক কাজ সেরে খাবারের জন্য কার্যালয়ের বাইরে গেলে পুলিশ তাদের তুলে নিয়ে যায়। আমরা এহেন গ্রেপ্তারের নিন্দা জানাচ্ছি।তিনি অবিলম্বে গ্রেপ্তার নেতাদের নিঃশর্ত মুক্তি দাবি করেন।এর আগে দুপুরে সেগুন বাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক প্রতিবাদ সমাবেশে অংশ নেন রিজভী। সেখানে তিনি বলেন, প্রধানমন্ত্রী সবসময় বলেন, উনি নাকি গণতন্ত্র দিয়েছেন। গণতন্ত্র পুলিশের কাছে উনি বিক্রি করে দিয়েছেন। কর্মসূচি পালনের জন্য পুলিশের অনুমতি লাগবে কেন? শেখ হাসিনা করেছেন এজন্য যে, প্রবল গণআন্দোলনের যে ভয়, মানুষের সমাবেশকে উনি ভয় পান বলেই ৭ নভেম্বরের কর্মসূচি বাধা দিচ্ছেন।গাজীপুরের মেয়র এম এ মান্নানের মুক্তির দাবিতে এই প্রতিবাদ সভা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here