গভীর নি¤œচাপের প্রভাবে কলাপাড়ার গোটা উপকূলজুড়ে শনিবার দিনভর মাঝারি ধরনের বৃষ্টির সঙ্গে বইছে মৃদু ঝড়োহাওয়া। শুক্রবার সকাল থেকে থেমে থেমে বৃষ্টি শুরু হয়। বিরামহীন ঝড়োহাওয়ার কারনে গোটা উপকূলের মানুষের জীবন-যাত্রায় দুর্বিষহ অবস্থা নেমেে এসেছে। সেই সঙ্গে কিছুটা শীত অনুভূত হচ্ছে। সকাল থেকে বিদ্যুত সরবরাহ বন্ধ রয়েছে।
সাগর উত্তাল হয়ে আছে। পায়রা বন্দরসহ তৎসংলগ্ন এলাকায় চার নম্বর সতর্ক সঙ্কেত দেখিয়ে যাওয়ার নির্দেশনা রয়েছে। অসংখ্য ট্রলার মহিপুর-আলীপুরে নিরাপদ আশ্রয় নিলেও এখনও সাগরে ইলিশ শিকারে থাকা শতাধিক ট্রলার কিনারে আসেনি বলে জানা গেছে। দূর্যোগপুর্ণ আবহাওয়ার কারনে কৃষককূলে বিরাজ করছে চরম উৎকন্ঠা। তাদের রাতের ঘুম হারাম হয়ে গেছে। হাসিখুশি মনের কৃষক এখন মলিনমুখে ক্ষেতের পাশে গিয়ে উদ্বিগ্ন সময় পার করছেন। কারণ আর কয়দিন পরে ক্ষেতের বাম্পার আমন ফলন ঘরে তোলার কথা। অথচ সেই ধানগাছ অনেকটা নুইয়ে পড়েছে। ঘুর্ণিঝড়ে আঘাত হানলে সে স্বপ্ন ধুলিস্যাৎ হওয়ার শঙ্কায় তারা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। আবহাওয়া অফিসসুত্র শনিবার দুপুরে জানিয়েছে গভীর নি¤œচাপটি পায়রা সমুদ্র বন্দর থেকে ৪৯৫ কিমি দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে। এটি আজ রবিবার সকাল নাগাদ এ অঞ্চল অতিক্রম করার আশঙ্কা রয়েছে। এর প্রভাবে দুই-তিন ফুট জলোচ্ছ্বাসের শঙ্কা রয়েছে।