যশোর অভয়নগর স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক তত্ত্বাবধায়ক ডা. আকরাম আলী হত্যা মামলার রায়ে সাবেক সংসদ সদস্য (জেপি-নাফি) এম এম আমিন উদ্দিনসহ আটজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে খুলনা বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক এম এ রব হাওলাদার জনাকীর্ণ আদালতে এই রায় ঘোষণা করেন।
দণ্ডাদেশপ্রাপ্ত অন্যরা হলেন- সৈয়দ আলী, শেখ আসাদুল্লাহ ওরফে আসাদ, নজরুল ইসলাম মল্লিক, গোলাম মাসুদ বাচ্চু ওরফে জিএম বাচ্চু, হাবিবুর রহমান ওরফে হাবিব, কাজী গোলাম হায়দার ওরফে ডাব্লু কাজী ও উষা মোল্লা ওরফে মামা উষা (পলাতক)। রায়ে প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
একই সঙ্গে মামলার অপর চার আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের বেকসুর খালাস দিয়েছে আদালত। এরা হচ্ছেন- আব্দুল রশিদ, শরিফুল ইসলাম, সাজ্জাদ হোসেন ও সজিব (পলাতক)।
রাষ্ট্রপক্ষের আইনজীবী শেখ এনামুল হক জানান, ২০০৬ সালে অভয়নগর উপজেলার নওয়াপাড়া এলাকায় একটি বাড়ি নির্মাণ করছিলেন ডা. আকরাম আলী। ওই বাড়ি নির্মাণকে কেন্দ্র করে তার কাছে প্রভাবশালী একটি গোষ্ঠী চাঁদা দাবি করে। তাদের ধার্য করা চাঁদার টাকা না দেওয়ায় ২০০৬ সালের ১৩ আগস্ট রাত ১০টায় উপজেলার লোনী চেয়ারম্যানের বাড়ির সামনে গুলি ও বোমা বিস্ফোরণ ঘটিয়ে তাকে হত্যা করা হয়। এ ঘটনায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে নিহতের ভাই ডা. আশরাফ আলী অভয়নগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
২০০৮ সালের ১৫ নভেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির সহকারী পুলিশ সুপার সুখরঞ্জন সমাদ্দার ১৪ জনকে আসামি করে যশোর আদালতে চার্জশিট দাখিল করেন। এরপর যশোরেই এই মামলার বিচার শুরু হয়। সেখানেই মামলার চার্জগঠন ও চার্জশিটভুক্ত ৪১ জনের মধ্যে ২০ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়।
চাঞ্চল্যকর মামলা হিসেবে চিহ্নিত হওয়ার পর দ্রুত নিষ্পত্তির জন্য ২০১৬ সালের ১১ এপ্রিল যশোর আদালত থেকে মামলার নথি খুলনা বিভাগীয় দ্রুত বিচার ট্রাইবুন্যাল পাঠানো হয়। আদালতে বিভিন্ন কার্যদিবসে দুই জন সাক্ষীর জেরা সহ অন্যন্য কার্যক্রম সম্পাদন করে বৃহস্পতিবার মামলার রায় ঘোষণা করা হয়।
রাষ্ট্রপক্ষে বিশেষ পিপি শেখ এনামুল হক, মঞ্জুল আলম, রজব আলী ও আনিসুর রহমান পপলু, পলাতক আসামিদের পক্ষে মোমরেজুল ইসলাম, আসামিদের পক্ষে আব্দুল মালেক, এম এম মুজিবুর রহমান, সুজীত কুমার অধিকারী, তৌহিদুর রহমান তুষার, জিএমএ রাজ্জাক, এমদাদুল হক হাসিব, হুমায়ুন কবীর উজ্জ্বল, বেগম পাপিয়া খাতুন, চৌধুরী আব্দুস সাত্তার, শরিফুল ইসলাম মামলা পরিচালনা করেন।