কমলনগরে মুক্তিযোদ্ধা শাহাজানকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

0
276

%e0%a6%ae%e0%a7%81%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%af%e0%a7%8b%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7%e0%a6%be-%e0%a6%b6%e0%a6%be%e0%a6%b9%e0%a6%be%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a8

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার হাজিরহাট ইউনিয়নের চর জাঙ্গালীয়া গ্রামের বাসিন্দা মুক্তিযোদ্ধা ও সাবেক সেনা সদস্য হাজী মো. শাহাজান চৌধুরীকে (৭২) রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। বৃহস্পতিবার (০৩ নভেম্বর) সকাল ১০টায় কমলনগর উপজেলা পরিষদ মাঠে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এসময় বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ পুলিশ আনুষ্ঠানিকভাবে তাঁকে রাষ্ট্রীয় মার্যাদা দেয়। এতে উপস্থিত ছিলেন- কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লাসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

এর আগে বুধবার (০২ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজে হাসপাতলে মো. শাহাজান চৌধুরীর মৃত্যুবরণ করেন। হাজী মো. শাহাজান চৌধুরী ১৯৭১ সালের মহান মুক্তিযোদ্ধ চলাকালে সেনা বাহিনীতে কর্মরত ছিলেন। তিনি ২নম্বর সেক্টরের মুক্তিযোদ্ধে অংশ নেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here