আবার চালু হচ্ছে সিটিসেল

0
227

বন্ধ হচ্ছে সিটিসেল

মোবাইল অপারেটর সিটিসেলের তরঙ্গ খুলে দেয়ার নির্দেশ দিয়েছে আপিল বিভাগ। ১৯ নভেম্বরের মধ্যে ১০০ কোটি টাকা পরিশোধ করারও নির্দেশ দেয়া হয়েছে। এছাড়াও সিটিসেল-বিটিআরসির বিরোধ নিষ্পত্তির জন্য কমিটি গঠনেরও নিদের্শ দিয়েছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এ নির্দেশ দিয়েছেন।

এর আগে গত মঙ্গলবার সিটিসেলের এই সংক্রান্ত আপিলের শুনানি শেষে আজ ৩ নভেম্বর আদেশের দিন ধার্য করে দিয়েছিলেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। পাওনা টাকা না দেওয়ায় গত ২০ অক্টোবর সিটিসেলের তরঙ্গ কার্যক্রম বন্ধ করে দেয় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (বিটিআরসি)।

বিটিআরসির এ সিদ্ধান্ত স্থগিত চেয়ে গত ২৪ অক্টোবর আবেদন করে সিটিসেল। এ আবেদনের পর ২৫ অক্টোবর অবকাশকালীন চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর আদালত শুনানির জন্য পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দেন। গতকাল শুনানির জন্য আবেদন করা হলেও তা হয়নি। মঙ্গলবার এ বিষয়ে দুপক্ষের শুনানি গ্রহণ করেন আপিল বিভাগ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here