লালন ঝিনাইদহের হরিশপুরের সন্তান এবং তার পীর সিরাজ সাঁই ! ঝিনাইদহের হরিশেপুরের লালন শাহ কেন বারবার উপেক্ষিত ?

0
0

lalon-sah-college-lectore-pic-jhenaidahঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার হরিশপুর গ্রামের ক্ষনজন্মা মহান সাধক ফকির লালন শাহ্ এর ১২৬ তম ওফাত দিবস উপলক্ষ্যে রোববার রাতে আলোচনা সভা ও সাধুসঙ্গের আয়োজন করা হয়। ফকির লালন শাহ্ এর বংশধর তথা পরিবার এ অনুষ্ঠানের আয়োজনে করেন। লালনের জন্ম ভিটা হরিশপুরে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে লালনের জীবন-দর্শন নিয়ে আলোচনা করা হয়।

এসময় ঝিনাইদহ জেলা কালচারাল অফিসার জসিম উদ্দিন, কবি ও আলোচক সুমন শিকদার ও হরিণাকুন্ডু সালেহা খাতুন কলেজের বাংলার শিক্ষক মাহবুব মোরশেদ শাহীন প্রমুখ আলোচনা সভয় বক্তব্য রাখেন। অনুষ্ঠানে ঝিনাইদহের বাংলাভিশন টিভির সাংবাদিক আসিফ ইকবাল, একাত্তর টিভির রাজিব, মাছরাঙা টিভির শাহরিয়ার রহমান, ডেইলি অবজারভার পত্রিকার জাফর উদ্দীন প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিপুল সংখ্যক লালন ভক্ত, সাধূ, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও লালন পরিবারের সদস্যরা অংশ গ্রহন করেন। আলোচনা সভায় বক্তাাগন বলেন, হরিশপুরের লালন বারবার উপেক্ষিত হচ্ছে। এক শ্রেনীর মতলববাজ বুদ্ধিজীবী হরিশপুরের লালনকে অস্বীকার করে মুলত তার অস্তিত্বকেই হুমকীর মুখে ফেলেছন।

কারণ লালন হরিরশপুরের সন্তান এটা যেমন দিবালোকের মতো সত্য, তেমনি এই গ্রামে এখনো তার বংশধরেরা বসবাস করছেন এটাও প্রমানিত। কিছু বুদ্ধিজীবী তার তাত্বিক গানে হাকিকী ও মেজাজী কথামালা তুলে ধরে লালনের কোন জাত পরিচয় নেই, এমন ডাহা মিথ্যা কথা প্রচারের তীব্র নিন্দা জানানো হয়। বক্তাগন বলেন, লালন ঝিনাইদহের হরিশপুরের সন্তান এবং তার পীর সিরাজ সাঁই।

ঝিনাইদহ প্রতিনিধি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here