তানোরে চলছে আমন উৎসব: বাম্পার ফলনের সম্ভাবনা

0
0

tanore-dan-photo-01-01-11-2016

দেশের বরেন্দ্র অঞ্চল হিসেবে পরিচিত রাজশাহীর তানোর উপজেলায় চলছে আমন কাঁটা-মাড়াই উৎসব। বাড়িতে কৃষাণী এবং মাঠে মাঠে চলছে কৃষকের ব্যস্ততা। শুখনো আবহাওয়ার কারণে অনেকটায় আনন্দের সঙ্গে কাজ করছেন শ্রমিকরা। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে, চলতি মৌসুমে এ উপজেলার দুই পৌরসভা ও সাত ইউনিয়নে ২১ হাজার ১শ’ ৩০ হেক্টর জমিতে আমন চাষাবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও চাষাবাদ হয়েছে তার অনেক বেশি জমিতে। সম্প্রতি উপজেলার তালন্দ, কামারগাঁ, কলমা, বিল্লি, মুন্ডুমালা, চাপড়া, জিওল, কালিগঞ্জ, চাঁন্দুড়িয়া সহ বিভিন্ন স্থানের মাঠ ঘুরে দেখা গেছে, বিস্তৃর্ণ মাঠগুলোতে সোনালি ধানের শীষে ভরে গেছে। যেদিকে চোখ যাচ্ছে, সেদিকে ধানের ম-ম গন্ধে কৃষকের মন ভরে উঠেছে।

৩০-৪০ প্রান্তিক কৃষকদের সাথে কথা বলে জানা যায়, স্থানীয় কৃষি অফিসের সহযোগিতা ও পরামর্শে আধুনিক চাষাবাদ পদ্ধতির ব্যবহারে চলতি আমন মৌসুমে পোকামাকড় ও রোগবালাইয়ের আক্রমণ ছাড়াই ধানের বাম্পার ফলন হয়েছে। আগাম জাতের ধান কাটা শুরু হলেও আগামী সপ্তার দিকে পুরোদমে ধানকাটা শুরু হবে। মাসাধিককালের মধ্যে যদি প্রাকৃতিক দুর্যোগ না ঘটে তাহলে এবার আমনের বাম্পার ফলনের আশা করছেন ওই কৃষকরা। সেই সঙ্গে ধান মাড়ায় ও ওজনের জন্য উপজেলার গ্রামের পরিবারগুলোতে চলছে উঠান তৈরির কাজ। উপজেলার চাপড়া গ্রামের কৃষক সাইদুর রহমান জানান, চলতি মৌসুমে তিনি প্রায় ৭ বিঘা জমিতে আমন ধানের চাষ করেছেন। প্রতিটি খেতেই ভালো ধান হয়েছে। এবারে বিঘাপ্রতি কেজি দরে প্রায় ২০ থেকে ২২ মণ হারে ধানের ফলন হবে বলে আশা করছেন তারা।

গোল্লাপাড়া গ্রামের আর্দশ পদকপ্রাপ্ত কৃষক নূর মোহাম্মদ জানান, অনন্য বছরের তুলনায় উপজেলার কৃষকদের আধুনিক পদ্ধতি ব্যবহারের মাত্রা বেড়েছে। এবার বিষমুক্ত ভাবে রোগবালাই ছাড়াই অধিকাংশ কৃষকের আমনের ফলন ভালো হয়েছে। তিনি আরো জানান, আগাম জাতের ধানের ফলন ভালোই হচ্ছে। সেই সঙ্গে বাজারে ধানের দাম, গোখাদ্য এবং আউড়ের তুলনামূলক দাম থাকায় ভালো লাভ হবে বলে আশাবাদী তিনি। এনিয়ে উপজেলা কৃষি অফিসের উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আলতাফ উদ্দিন বলেন, কৃষকরা এবারে সার, বীজ, পানি সহ প্রভূতি উপকরণ সময়মতো পেয়েছেন। তাই এবার এই উপজেলায় বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে।

এবিষয়ে উপজেলার কৃষি অফিসার কৃষিবিদ শফিকুল ইসলাম এ প্রতিবেদকে জানান, বর্তমান কৃষি বান্ধব সরকারের সদিচ্ছায় সারের মূল্য কম থাকায় এবং নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থায় জমিতে সেচ দিতে পারায় আমন চাষাবাদ ভালো হয়েছে। তিনি আরো জানান, চলতি মৌসুমে মাঠ পর্যায়ে কৃষি কর্মকর্তাদের পরামর্শে কৃষকরা জমিতে সুষম সার ব্যবহার ও পর্যাপ্ত আলোর ফাঁদ, পাচিং সহ বিভিন্ন ধরনের সময় উপযোগী পদ্ধতি ব্যবস্থা গ্রহণ করায় বিগত বছরগুলোর তুলনায় তানোরে এবার আমনের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে বলে জানান তিনি।

মিজানুর রহমান, তানোর (রাজশাহী) প্রতিনিধি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here