১৮০ বছরে চট্টগ্রাম কলেজিয়েট স্কুল, ৩ দিনের উৎসব

0
0

%e0%a7%a7%e0%a7%ae%e0%a7%a6-%e0%a6%ac%e0%a6%9b%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%9a%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ae-%e0%a6%95%e0%a6%b2%e0%a7%87%e0%a6%9c%e0%a6%bf

চট্টগ্রামের ঐতিহ্যবাহী কলেজিয়েট স্কুলের ১৮০ বছর পূর্তিতে আগামী ডিসেম্বরে তিন দিনের উৎসব অনুষ্ঠিত হবে।শনিবার চট্টগ্রাম কলেজিয়েট স্কুলের প্রাক্তন ছাত্র সমিতি চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে উৎসব নিয়ে নানা আয়োজনের কথা জানায়।১৮০ বছর পূর্তি ও পুনর্মিলন উদ্যাপন পরিষদের আহ্বায়ক আমীর হুমায়ুন মাহমুদ চৌধুরী বলেন, ইতিহাস আর ঐতিহ্যের, সাফল্য আর গৌরবের, সৃষ্টি আর স্বপ্নের এক অনুপম নাম চট্টগ্রাম কলেজিয়েট স্কুল।আমাদের কৈশোরের আনন্দ- বেদনার অপূর্ব স্মৃতিকে ধারণ করে আছে এই লাল ইটের দালান। সুদীর্ঘ সময়ের আলোকবর্তিকা হয়ে স্বপ্নযাত্রীদের মাঝে স্বপ্নের বীজ বপন করে চলেছে এ প্রতিষ্ঠান।

দৈনিক আজাদী সম্পাদক ও চট্টগ্রাম কলেজিয়েটস্ এর সভাপতি এম এ মালেক বলেন, বৃটিশ আমলে অবিভক্ত বাংলায় প্রথম সরকারি বিদ্যালয় ছিল চট্টগ্রাম কলেজিয়েট। এ বিদ্যালয়ের শিক্ষার্থী হতে পেরে আমরা গর্বিত।শুধু উৎসব আয়োজন নয় অসুস্থ ও দরিদ্র ছাত্র, শিক্ষক ও কর্মচারীদের কল্যাণে চট্টগ্রাম কলেজিয়েট কল্যাণ ট্রাস্ট সাধ্যমতো কাজ করে যাচ্ছে।১৮৩৬ সালে প্রতিষ্ঠিত এই স্কুল দীর্ঘ পথ চলায় বহু বিখ্যাত রাজনীতিবিদ, শিক্ষাবিদ, পেশাজীবী, চিকিৎসক, বিজ্ঞানী ও শিল্পীকে শিক্ষার্থী হিসেবে পেয়েছিল।

কবি নবীনচন্দ্র সেন, নিখিল ভারত কংগেসের সভাপতি ও কলকাতা সিটি কর্পোরেশনের মেয়র দেশপ্রিয় যতীন্দ্র মোহন সেন ও বিজ্ঞানী আবদুল্লাহ আল মুতী শরফুদ্দীনের মতো বরেণ্য ব্যক্তিরা চট্টগ্রামের ঐতিহ্যবাহী এ শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছিলেন।বিজ্ঞানী ড.জামাল নজরুল ইসলাম, সাহিত্যিক হুমায়ুন আহমেদ, বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক মুস্তাফা নূরউল ইসলাম, অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল, অভিনেতা আতাউর রহমান ও আবুল হায়াতও লেখাপড়া করেছেন এ শিক্ষায়তনে।

স্বাধীন বাংলাদেশের গত ৪০ বছরের ইতিহাসে এ স্কুলের শিক্ষার্থীরা প্রতিবারই মাধ্যমিক পরীক্ষায় অসামান্য কৃতিত্বের স্বাক্ষর রেখে আসছে।সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ২৩ থেকে ২৫ ডিসেম্বর ‘১৮০ বছর পূর্তি ও পুনর্মিলনী উৎসব’ স্কুলপ্রাঙ্গণেই অনুষ্ঠিত হবে।২৩ ডিসেম্বর বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে র‌্যালি অনুষ্ঠিত হবে। ওই দিন বিদ্যালয়ের বর্তমান ছাত্রদের মাঝে পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজের আয়োজন থাকছে।

পরদিন সকালে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধনের পর স্মৃতিচারণ-আড্ডা আর সংবর্ধনার আয়োজন করা হয়েছে। বিকেলে থাকছে আলোচনা, স্মারকগ্রন্থ উন্মোচন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজ।২৫ ডিসেম্বর শেষ দিনের আয়োজনে থাকছে স্মৃতিচারণ, আলোচনা, র‌্যাফেল ড্র, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজ।উৎসবে অংশ নিতে আগ্রহীরা ৭ নভেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত নিবন্ধন করতে পারবেন।১ ডিসেম্বর শুরু হবে স্কুলের বর্তমান শিক্ষার্থীদের নিয়ে মাসব্যাপী বিষয়ভিত্তিক পতিযোগিতা।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চট্টগ্রাম কলেজিয়েটস্ এর সহ-সভাপতি অধ্যাপক সেলিম জাহাঙ্গীর ও নুরুল আমিন খাঁন, সদস্য সচিব মোস্তাক হোসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক আ ন ম ওয়াহিদ দুলাল ও কামরুল ইসলাম ও দপ্তর সম্পাদক আবুল হাসনাত মো. বেলাল।২০১১ সালে বিদ্যালয়ের ১৭৫ বছর পূর্তিতে তিন দিনের উৎসবের আয়োজন করা হয়েছিল। সেবার প্রায় আড়াই হাজার সাবেক শিক্ষার্থী উৎসবে অংশ নেন।ওই উৎসবে স্কুলের ছাত্র নোবেল জয়ী ড. মুহাম্মদ ইউনূসকে সংবর্ধনা দেয়া হয়েছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here