সংযোগ সড়কের অভাবে তানোরে ১০ বছর ধরে দাঁড়িয়ে ‘মফিজ সেতু’

0
0

tanore-satu-photo-29-10-2016রাজশাহীর তানোরে সংযোগ সড়কের অভাবে ১০ বছর ধরে পরিত্যক্ত অবস্থায় রয়েছে স্থানীয়দের কাছে মফিজ নামে পরিচিত এক সরকারি সেতু। এই সেতুটি কবে নাগাদ চলাচলের উপযোগী করা হবে, আদৌ তা বলতে পারছে না সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তারা।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বিগত ২০০৬ সালে চারদলীয় জোট সরকারের সময়ে রাজশাহীর তানোর উপজেলার চাঁন্দুড়িয়া ইউনিয়নের দেওতলা হামিরপুর খালের ওপর নির্মিত হয় ‘এই সেত’ু। এতে ব্যয় ধরা হয় ১৬ লাখ ১৫ হাজার ৫৫৩ টাকা। নির্ধারিত সময়ে সেতুটি সম্পন্ন হবার আগেই তৎকালিন সময়ের ডাক টেলিযোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হক উদ্বোধন তা করেন। এরপর থেকে সংযোগ সড়কের অভাবে সেতুটি দাঁড়িয়ে আছে ১০ বছর।

এব্যাপারে চাঁন্দুড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান জানান, তানোর বিএনপির বির্তকিত সাধারণ সম্পাদক মফিজ উদ্দিনের বাড়ির পার্শ্বে সেতুটি। একারণে দলের প্রভাব খাটিয়ে রাজনৈতিক বিবেচনায় তার বাগান বাড়িতে যাতায়াতের জন্য অপ্রয়োজনীয় সেতুটি নির্মাণ করা হয়। ব্যক্তি স্বার্থে সেতুটি নির্মাণ করায় স্থানীয়রা নাম দেন ‘মফিজু সেতু’। তবে র্দীঘদিন হলেও সংযোগ সড়ক নির্মাণ ব্যাপারে এলজিইডি অফিস উদাসিন বলে অকেজো অবস্থায় রয়েছে সেতুটি।

এবিষয়ে সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা মজিফ উদ্দিন জানান, তৎকালীন সময়ে তানোর উপজেলার দেওতলা ও মোহনপুর উপজেলার কাশিমালা গ্রামে যাতায়াতের জন্য খালের ওপর সেতুটি নির্মাণ করা হয়। তবে, স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ওয়ার্ক প্ল্যান অনুমোদন হওয়ার আগেই সেতু নির্মাণ সম্পন্ন করে। এরপর বিএনপি ক্ষমতাচ্যুত হয়। আগামীতে বিএনপি সরকার ক্ষমতায় এলে সেতুর সংযোগ সড়ক নির্মাণের মাধ্যমে ওই দুই গ্রামবাসীর প্রাণের দাবী পূরণ করা হবে। এব্যাপারে তানোর এলজিইডি অফিসের প্রকৌশলী মামুনূর রশিদ সাংবাদিকদের জানান, ওয়ার্ক প্ল্যান অনুমোদন ছাড়াই সেতুটি নির্মাণ করা হয়। সংযোগ সড়ক নির্মাণ ব্যাপারে জমি হুকুম তলব করতে হয়। বিষয়টি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ব্যাপার বলে এড়িয়ে যান এই কর্মকর্তা।

মিজানুর রহমান, তানোর (রাজশাহী) প্রতিনিধি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here