যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব নিউ মেক্সিকো (ইউএনএম) থেকে প্রফেসর ভিন্স কলহোন এর তত্ত্বাবধানে ২৬শে অক্টোবর বর্ণালী রশিদ বান্নী পিএইচডি ডিগ্রি অর্জন করেন। বর্ণালী রশিদ জাতীয় বিশ^বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ ও নার্গিস আক্তার হেলেনের একমাত্র কন্যা। তার গবেষণার বিষয় ছিল মেডিকেল ইমেজিং। গবেষণার মূল লক্ষ্য ছিল ফাংশনাল মেগনেটিক রিযোলেন্স ইমেজিং (এফএমআরআই) ব্যবহার করে অটিজম, সিজোফ্রেনিয়া এবং বাইপোলার ডিসঅর্ডার-এর মতো জটিল মানসিক ব্যধি নির্ণয়ের জন্য মস্তিষ্কের ¯œায়ু বিষয়ক বায়োলজিক্যাল মার্কার-এর নতুন ফ্রেমওয়ার্ক উন্নয়ন। এ ব্যাপারে তিনি ইউএনএম-এর মাইন্ড রিসার্চ নেটওয়ার্ক ল্যাবে ৫ বছর গবেষণা করেন। বর্ণালী রশিদ ঢাকা বিশ^বিদ্যালয়স্থ উদয়ন মহাবিদ্যালয় থেকে এসএসসি এবং হলিক্রস কলেজ থেকে এইচএসসি কৃতিত্বের সঙ্গে শেষ করে নর্থ সাউথ বিশ^বিদ্যালয় থেকে ইটিই-এ ¯œাতক (সম্মান) ডিগ্রি লাভ করে উচ্চ শিক্ষার্থে যুক্তরাষ্ট্রে যান। পিএইচডি ডিগ্রি অর্জনের পূর্বে তিনি ২০১৪ সালে ইউএনএম থেকে এমএস ডিগ্রি লাভ করেন। যুক্তরাষ্ট্রের উন্নতমানের জার্নালে ইতোমধ্যে তার একাধিক আর্টিকেল প্রকাশিত হয়েছে। তিনি সকলের দোয়া কামনা করেন।
মোস্তাফিজুর রহমান টিটু, স্টাফ রিপোর্টার, গাজীপুর।