তামিমের পর মুমিনুলের অর্ধশতক

0
266

%e0%a6%a4%e0%a6%be%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%b0-%e0%a6%ae%e0%a7%81%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%81%e0%a6%b2%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%85%e0%a6%b0%e0%a7%8d

ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ব্যাট হাতে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। তৃতীয় ওভারে মাত্র ১ রান করে সাজঘরের পথ ধরেছেন ওপেনার ইমরুল কায়েস। তবে দ্বিতীয় উইকেটে ১৩২ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে ঘুরে দাঁড়িয়েছেন আরেক ওপেনার তামিম ইকবাল ও মুমিনুল হক। টেস্ট ক্যারিয়ারের ২০তম অর্ধশতক পূর্ণ করে উইকেটে আছেন তামিম। ব্যাট করছেন ৭৫ রান নিয়ে। তামিমের পর অর্ধশতক পূর্ণ করেছেন মুমিনুলও। অপরাজিত আছেন ৫২ রান নিয়ে। এই প্রতিবেদন লেখার সময় বাংলাদেশের স্কোর : ১৩৩/১।

প্রথম টেস্টে খুব কাছাকাছি গিয়েও হারের হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয়েছিল বাংলাদেশকে। দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে মাঠে নামছে মুশফিক বাহিনী। শুরুতেই টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক মুশফিকুর রহিম।

দ্বিতীয় টেস্টে বাংলাদেশ দলে আছেন চারজন স্পিনার। তাইজুল ইসলাম, সাকিব আল হাসান, মেহেদি হাসান মিরাজের সঙ্গে দলে জায়গা পেয়েছেন শুভাগত হোম। ইংল্যান্ড দলেও আছে দুটি পরিবর্তন। গ্যারেথ ব্যাটির পরিবর্তে দলে এসেছেন জাফর আনসারি। বাংলাদেশের বিপক্ষেই টেস্ট অভিষেক হচ্ছে ২৪ বছর বয়সী এই বাঁহাতি স্পিনারের। স্টুয়ার্ট ব্রডের পরিবর্তে খেলবেন স্টিফেন ফিন।

বাংলাদেশ দল : তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুমিনুল হক, মাহমুদউল্লাহ, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, সাব্বির রহমান, শুভাগত হোম, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম ও কামরুল ইসলাম রাব্বি।

ইংল্যান্ড দল : অ্যালিস্টার কুক, বেন ডাকেট, জো রুট, গ্যারি ব্যালান্স, বেন স্টোকস, মইন আলী, জনি বেয়ারস্টো, জাফর আনসারি, ক্রিস ওকস, আদিল রশিদ ও স্টিফেন ফিন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here