প্রায় সাত মাসের ব্যবধানে জাতীয় কাউন্সিল সম্পন্ন করেছে দেশের বড় দুটি দল আওয়ামী লীগ ও বিএনপি। দুটি দলের কাউন্সিলেই স্বতঃস্ফূর্তভাবে লক্ষাধিক লোকের সমাবেশ ঘটেছে। দুটি কাউন্সিলেই যোগ দিয়েছেন বিদেশের বিভিন্ন রাজনৈতিক দলের বেশ কয়েকজন নেতা।এমনকি খাবার আয়োজনও দুটি দল প্রায় সমানভাবে করেছে। তবে রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, সঙ্গে সঙ্গে কমিটি ঘোষণা করে কাউন্সিলের ফসল ঘরে তুলতে পেরেছে আওয়ামী লীগ। কিন্তু বেশ কয়েক মাস পরে এবং কয়েক দফায় কমিটি ঘোষণার মধ্য দিয়ে বিএনপি পিছিয়ে পড়েছে। কারণ ওই কমিটি ঘোষণা সামনে রেখেই বিএনপিতে হতাশা, ক্ষোভ তথা দলাদলির সুযোগ তৈরি হয়েছে; যে দলাদলিতে বিএনপি এখনো ব্যস্ত। বলা হচ্ছে, শুধু সিদ্ধান্তহীনতার কারণেই কাউন্সিলের সুফল ভোগ করতে পারেনি দলটি।কাউন্সিলের পর আওয়ামী লীগে চাঙ্গাভাব দেখে বিএনপির শীর্ষ পর্যায়ের নেতাদের মাঝে এখন এমন উপলব্ধির কথা জানা যায়। নিজেদের মধ্যে আলাপচারিতায় তাঁরা বলছেন, এমন চাঙ্গাভাব বিএনপিতেও হওয়ার কথা ছিল। অথচ সর্বশেষ কাউন্সিলের পরে এ সুযোগটিই হাতছাড়া হয়ে গেছে।শুধু তাই নয়, ২০ দলীয় জোটের বাইরে দেশের বড় কোনো রাজনৈতিক দলকেও কাউন্সিলে আনতে পারেনি বিএনপি। যদিও ইচ্ছা থাকা সত্ত্বেও সরকারের রোষানলে পড়ার ভয়ে অনেকে আসেনি বলে বিএনপি দাবি করে থাকে। কিন্তু ১৪ দলের বাইরে বেশ কয়েকটি দলের নেতাকে আনতে পেরেছে আওয়ামী লীগ।
এদিকে, কেউ স্বপ্ন দেখেন, কেউ দেখান। অনুভবে থাকেন অন্যরা। অন্যদিকে ক্ষমতার স্বপ্ন ক্লান্তিতে বিএনপির তৃণমূল নেতাকর্মীরা এখন রাজনীতির খেই হারিয়ে ফেলছেন। দলটির নেতাকর্মীদের সঙ্গে আলাপ করে এমনটাই জানা গেছে। তারা বলেন, এই দলে এখন এক শ্রেণীর নেতা রয়েছেন যারা প্রতিনিয়ত বিএনপিকে ক্ষমতায় নিয়ে আসছেন। এই ঈদের পরের ঈদ, শীতের পর শীত কিংবা এই বছরের পর সামনের বছর। আর বিপরীতে দলের হাইকমান্ডও তাদের প্রতি অগাধ বিশ্বাসে ক্ষমতায় যাওয়ার স্বপ্নে বিভোর হয়ে আছেন।তাই তাদের স্বাভাবিক রাজনীতিও এখন স্বপ্নেভরা হয়ে উঠছে বলে অভিযোগ নেতাকর্মীদের। তবে এই দুই অংশে বিএনপির সর্বোচ্চ হাইকমান্ড এবং হাতেগোনা কয়েক নেতা রয়েছেন। আর অন্যরা রয়েছেন হতাশার মধ্যেই।বিএনপির কয়েক সিনিয়র নেতা জানান, এই দলে এখন একটি চিহ্নিত সিন্ডিকেট তৎপর। দলের যে কোনো সিদ্ধান্ত, সাংগঠনিক কিংবা রাজনৈতিক তাদের পরামর্শ ছাড়া অসম্ভব। তারাই বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া এবং সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে প্রতিনিয়ত ক্ষমতায় আনার দিনক্ষণ নির্ধারণ করে দিচ্ছেন। বর্তমান ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার বহির্বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে, দেশের জনগণ থেকে দূরে সরে গেছে। তাই সরকারকে সরানোর জন্য বিএনপির কিছু করা দরকার নেই। শুধু চুপ করে থাকলেই হবে। যে কোনো সময়ে সরকার বাধ্য হয়ে নতুন নির্বাচন দিতে বাধ্য হবে বলে পরামর্শ দিয়ে চলছেন ওই সিন্ডিকেট। পাশাপাশি বহির্বিশ্বে একটি ক্ষমতাশালী রাষ্ট্রের প্রতি সম্পর্ক রাখলেই বিএনপির লাভ। প্রতিবেশী ওই রাষ্ট্র এখন বিএনপিকে ক্ষমতায় আনার পক্ষে বলেও দলের মধ্যে প্রচারণা চালু করেছেন তারা। এ রকম বিভ্রান্তির কারণে দলের সর্বোচ্চ হাইকমান্ড স্বাভাবিক রাজনীতি থেকেও নিজেদের বিচ্ছিন্ন রেখেছেন। দলকে আধুনিকতার সঙ্গে পাল্লা দিয়ে ঢেলে সাজানোর সব প্রক্রিয়া থেকেই দূরে সরে রয়েছেন। রাজনীতির সঙ্গে সম্পৃক্ত অন্যান্য কলা-কৌশল থেকেও বিভক্ত করে রাখা হয়েছে। বিশেষ করে সংবাদ মাধ্যমগুলোর সঙ্গে এই দলটির কোনো সংযোগ সেতু এখনো তৈরি হয়নি। এমনটাই জানিয়েছেন ওই সিনিয়র নেতারা।তারা জানান, এর আগে ভারতের বিজেপি সরকার ক্ষমতায় আসা উপলক্ষে বিএনপি এক ধরনের ঢেঁকুর গিলতে শুরু করেছিল। কিন্তু ফলাফল শূন্যের কোঠায়। আর এখন অপেক্ষায় রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনের জন্য। বহুমুখী রাজনীতি না থাকার কারণে বিএনপির দীর্ঘদিনের বন্ধু রাষ্ট্র হিসেবে পরিচিত সৌদি আরব, মধ্যপ্রাচ্য কিংবা চীনও এখন আর নেই। মূল কথা- বহির্বিশ্বে এক ধরনের বন্ধুহীন হয়ে পড়েছে এই দলটি।এসব বিষয়ে বিএনপি ঘরানার বুদ্ধিজীবী হিসেবে পরিচিত গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী দলটির হাইকমান্ডের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, ঘরে বসে বাণী দিয়ে কিংবা আমেরিকা ও ভারতের দিকে তাকিয়ে থাকলে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা পাবে না। বিএনপি চেয়ারপার্সন মানসিক অবসাদে ভুগছেন মন্তব্য করে তিনি বলেন, জনগণকে সঙ্গে নিয়েই গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। রাস্তায় না নেমে কেউ গণতন্ত্র আনতে পারেনি।
বিএনপির কূটনৈতিক শাখায় কাজ করেন এমন এক নেতা বলেন, দলের একটি চিহ্নিত গ্র“প এতদিন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে আন্তর্জাতিক রাজনৈতিক অবস্থান থেকে অনেকটা অন্ধকারে রেখেছিলেন। তারা তাকে এটা বুঝিয়েছিলেন, পার্শ্ববর্তী ওই রাষ্ট্রের সহযোগিতা ছাড়া বিএনপির ক্ষমতায় যাওয়ার কোনো উপায় নেই। তাই শুধু তাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে হবে। কিন্তু গ্লোবাল রাজনৈতিক পরিস্থিতি প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে। আমরা সবার সঙ্গেই সুসম্পর্ক বজায় রাখার নীতিতে বিশ্বাসী। একটি দেশের মুখাপেক্ষী হয়ে রাজনীতি করলে আমাদের অর্জন বিসর্জন হয়ে যাবে। এসব বিষয়সহ বহির্বিশ্বের রাজনীতি এবং আমদের কৌশল পরিবর্তনের সিদ্ধান্ত গ্রহণ করতে অনেক বেগ পেতে হয়েছে।
এ দিকে বিএনপির সিনিয়র পর্যায়ের কয়েক নেতা জানান, বর্তমানে বিএনপি মূলত দুই ভাগে বিভক্ত। একদিকে রয়েছেন ওই সিন্ডিকেটের কতিপয় নেতা। এর মধ্যে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আর এর পেছনে শক্তি জোগাতে সাহায্য করছেন মির্জা আব্বাসদের মতো নেতারা। এর সঙ্গে এখন যুক্ত হয়ে পড়েছেন অনেক মধ্যম সারির নেতা। তবে তাও হাতেগোনা কয়েকজন, যারা ইতিমধ্যে নিজেদের ভাগ ও ভাগ্যের পরিবর্তন করেছেন। যেন আলাদিনের চেরাগ পেয়েছেন। আর বিপরীত রয়েছেন দলের অন্যান্য সব পর্যায়ের নেতারা, তৃণমূল পর্যায়ের নেতাকর্মী। সংখ্যাধিক্যে দ্বিতীয় অংশটি শক্তিশালী হলেও ক্ষমতার দিকে প্রথম অংশটাই ছড়ি ঘোরাচ্ছেন সব কর্মকান্ডে। তাদের এই ক্ষমতার দোর্দন্ড প্রতাপ লক্ষ্য করা গেছে বিএনপির কেন্দ্রীয় কমিটি গঠন থেকে শুরু করে সব কার্যক্রমে। এসব জায়গায় বজায় রেখেছেন তাদের একক আধিপত্য। আর দূরে সরিয়ে দেয়া হয়েছে দলের ত্যাগী, যোগ্য আর বাস্তববাদীদের। কিন্তু বিএনপির হাই কমান্ডকে দেখানো সিন্ডিকেটের স্বপ্ন যখন দুঃস্বপ্নে পরিণত হচ্ছে বা হবে তখন সময়টাও অনেক পার হয়ে যাবে বলে মন্তব্য করেছেন ওইসব নেতা।
দলের স্থায়ী কমিটির এক সদস্য বলেছেন, ওনারা বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে বুঝিয়েছেন- জনগণ ক্ষমতাসীন দলের ওপর রুষ্ট হয়ে আছে। বিএনপিকে কিছু করতে হবে না। জনগণই ক্ষুব্ধ হয়ে রাজপথে নেমে আসবে। আমরা এখন রাজনৈতিক কর্মসূচি পালন করলে সরকারের রোষানলে পড়ে নেতাকর্মীদের ক্ষয়ক্ষতি হবে। এ ছাড়া সরকার উদ্ভূত পরিস্থিতির জন্য বিএনপির ওপর দোষারোপ করে নিজেদের কৃতকর্ম আড়াল করার চেষ্টা করবে। এতে হিতে বিপরীত হবে বলেও তারা পরামর্শ দিচ্ছেন। তাই নীরবতা পালনই শ্রেয় আমাদের জন্য।
অন্যদিকে, নভেম্বর থেকেই মাঠে নামবেন খালেদা জিয়া আসছে জানুয়ারি মাসে আবারো ঢাকায় বড় পরিসরের একটি মহাসমাবেশ করার চিন্তা করছে দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপি। তবে এর আগেই একটি নিরপেক্ষ নতুন নির্বাচন আয়োজনের লক্ষ্যে একটি গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠনের দাবিতে রাজপথে নামার প্রস্তুতি নিচ্ছে দলটি। সে লক্ষ্যে নভেম্বরের শুরু থেকেই বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া দেশব্যাপী গণসংযোগে রাজপথে নামবেন।পর্যায়ক্রমে বিএনপি চেয়ারপার্সন দেশের বিভাগীয় ও বৃহত্তর জেলাগুলোতে সমাবেশ করবে। বিএনপির একাধিক নীতি নির্ধারকের সঙ্গে আলাপকালে তারা এসব তথ্য জানান।
বিএনপি নেতারা ক বলেন, একটি নিরপেক্ষ নির্বাচনের প্রধান শর্ত হলো একটি গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠন। গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠনে বিএনপি ইতিবাচক ভূমিকা পালন করতে চায়। কিন্তু যদি বিএনপি দেখে সরকার তাদের পছন্দমতো নিজেদের অনুগত লোক দিয়ে নির্বাচন কমিশন গঠন করার উদ্যোগ নিচ্ছে তাহলে জনগণকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করবে। একটি নতুন নির্বাচনের জন্য বিএনপি সব সময় প্রস্তুত রয়েছে।
কাজী রকিবউদ্দীন আহমদ নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হচ্ছে আগামী ফেব্র“য়ারিতে। সাংবিধানিকভাবে এই সময়ের মধ্যেই নতুন নির্বাচন কমিশন গঠন করতে হবে। নতুন নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে সার্চ কমিটি গঠনের ইঙ্গিত দিয়েছে ক্ষমতাসীন সরকার। যদিও বিএনপি সার্চ কমিটি গঠনের সরকারের ইচ্ছার তীব্র আপত্তি জানিয়েছে। বিএনপির দাবি, সব রাজনৈতিক দলের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটি করতে হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, সরকার যাই হোক নির্বাচনের জন্য গ্রহণযোগ্য নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করতে হবে। গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠনে সরকারকে সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনারও দাবি জানান তিনি। বিএনপির স্থায়ী কমিটির অপর সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, নতুন নির্বাচন কমিশন যদি বর্তমান কমিশনের মতো হয়, তাহলে বিএনপি মানবে না। তিনি বলেন, জনগণের সেন্টিমেন্ট হচ্ছে আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব এবং নিরাপদে দেব, ওই ধরনের একটি নির্বাচন কমিশন দরকার যারা এটা করতে পারবে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, নির্বাচন কমিশন আর যা-ই হোক, বর্তমান রকিবউদ্দীন মার্কা নির্বাচন কমিশন দিয়ে সুষ্ঠু নির্বাচন হবে না। এটা কেউ মেনে নেবে না। নির্বাচন কমিশন কোনো দলকে খুশি বা অখুশি করার জন্য যদি হয়, সেই কমিশন দিয়ে দেশের কোনো মঙ্গল হবে না।
খোঁজ নিয়ে জানা গেছে, আপাতত বিএনপি গ্রহণযোগ্য নির্বাচন কমিশনের বিষয়টি সামনে নিয়েই মাঠে নামতে চাইছে। নির্বাচন কমিশন গঠনের ইস্যুকে কাজে লাগিয়ে দলটি দেশব্যাপী সমাবেশের মাধ্যমে একটি জনমত গড়ে তুলতে চায়। আর সেই লক্ষ্যকে কাজে লাগিয়ে বিএনপি নভেম্বর থেকেই জনসংযোগ কর্মসূচি দেবে। খুব শিগগিরই বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া দলের নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক ডেকে নতুন আন্দোলনের এই রোডম্যাপ চূড়ান্ত করবেন। চূড়ান্ত করা হবে খালেদা জিয়ার বিভাগীয় ও বৃহত্তর জেলার সমাবেশের সফরসূচি। বিএনপির একটি সূত্র জানায়, আসছে জানুয়ারিতে ঢাকায় একটি বৃহত্তর সমাবেশ করার বিষয়টিও বিবেচনা করা হচ্ছে। জানুয়ারিতে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের তিন বছর পূর্তি হবে। তার আগেই বিএনপি এই সমাবেশ করতে পারে। সেজন্য প্রয়োজনীয় প্রস্তুতিও নেয়া হচ্ছে।
২০১৪ সালের ৫ জানুয়ারি একতরফা দশম জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে দ্বিতীয় মেয়াদে আওয়ামী লীগ ক্ষমতাসীন হয়। বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোট ছাড়াও বেশ কয়েকটি রাজনৈতিক দল সেই নির্বাচনে অংশ নেয়নি। নির্বাচন বয়কট করে বিএনপি আন্দোলনে নামে। এরপর আওয়ামী লীগ সরকারের প্রথম ও দ্বিতীয় বর্ষপূতিকে সামনে রেখে বিএনপি লাগাতার দুই দফায় হরতাল অবরোধের সহিংস আন্দোলন চালিয়েও দাবি আদায়ে ব্যর্থ হয়। পরবর্তী সময়ে আন্দোলনে বিরতি দিয়ে দল পুনর্গঠনের কাজ শুরু করে বিএনপি। যার ধারাবাহিকতায় ১৯ মার্চ জাতীয় কাউন্সিলের মাধ্যমে সম্প্রতি বিএনপি তাদের কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করেছে। কমিটি পুনর্গঠন হলেও দলটি রাজপথের আন্দোলনে ফিরতে পারেনি।
পর্যবেক্ষকদের দৃষ্টিতে আওয়ামী লীগ ও বিএনপির কাউন্সিলে সবচেয়ে বড় পার্থক্য বা তফাত এ দুটি ক্ষেত্রেই। তবে গত ১৯ মার্চ অনুষ্ঠিত বিএনপির কাউন্সিলে দলটির চেয়ারপারসন খালেদা জিয়ার দেওয়া বক্তব্য ওই সময় অপেক্ষাকৃত বেশি প্রশংসিত হয়েছে বলে অনেকে মনে করেন। কারণ খালেদা জিয়া তাঁর বক্তৃতায়Ñপ্রথমত. সরকারি দল বা জোটকে গালাগালি করেননি; দ্বিতীয়ত. তিনি প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতির বদলে নতুন ধারার রাজনীতি চালু করার অঙ্গীকার করেছেন; তৃতীয়ত. বাংলাদেশ প্রতিষ্ঠায় দীর্ঘ সংগ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানের কথা তিনি স্বীকার করেছেন।
পক্ষান্তরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধী দলকে এবার সরাসরি আক্রমণ না করলেও তৃতীয়বারের মতো ক্ষমতায় আসার জন্য নেতাকর্মীদের প্রস্তুতি নিতে বলেছেন। এ প্রসঙ্গে বিএনপি-জামায়াতের প্রতি ইঙ্গিত করে তিনি বলেছেন, তারা যেন ক্ষমতায় না আসতে পারে। বিএনপি এ বক্তব্যকে গণতন্ত্রের জন্য বিপজ্জনক বলে প্রতিক্রিয়া দেখিয়েছে। অবশ্য ‘আগামী নির্বাচন প্রশ্নবিদ্ধ হোক তা আমি চাই নাÑপ্রধানমন্ত্রীর এমন বক্তব্য সব মহলে প্রশংসিত হয়েছে। বলা হচ্ছে, ওই বক্তব্য প্রধানমন্ত্রী অর্থবহ করলে দেশে ভবিষ্যতে সব দলের অংশগ্রহণে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা আছে। খোঁজ নিয়ে জানা যায়, আওয়ামী লীগের কাউন্সিল সমাপ্ত হওয়ার সঙ্গে সঙ্গে মহাসচিব, প্রেসিডিয়ামসহ গুরুত্বপূর্ণ বেশির ভাগ কমিটি ঘোষণা হওয়ার ঘটনা বিএনপির এবং পর্যবেক্ষক মহলেরও প্রশংসা কুড়িয়েছে। তাদের মতে, এতে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে দলটির শীর্ষ নেতৃত্বের সক্ষমতা প্রকাশ পেয়েছে। পাশাপাশি নেতাকর্মীরা চাঙ্গা ও দল গতিশীল হয়েছে। দলের ভেতরে চক্র-চক্রান্তের সুযোগও কমে গেছে। অথচ বিএনপি এ কাজটি সম্পন্ন করতে সময় নিয়েছে কয়েক মাস, যে কারণে দল স্থবির হয়ে পড়েছে। আবার কাউন্সিলের শেষ দিনেই নেতা নির্বাচিত হওয়ায় নেতাকর্মীদের ফুলের শুভেচ্ছায় সিক্ত হয়েছেন শেখ হাসিনা ও ওবায়দুল কাদের। কিন্তু খালেদা জিয়া ও মির্জা ফখরুলের ভাগ্যে তা জোটেনি। কারণ কমিটি ঘোষণাকে কেন্দ্র করে দলে এমন হতাশা ও ক্ষোভের সঞ্চার হয়েছে, যাতে ফুল দেওয়ার আনুষ্ঠানিকতা বা পরিবেশই থাকেনি। উপরন্তু প্রথম দুই দফায় একজন যুগ্ম মহাসচিবকে দিয়ে কমিটি ঘোষণা করায় মহাসচিব হিসেবে মির্জা ফখরুলকে উপেক্ষা করা হয়েছে। কিছুদিনের জন্য এ নিয়ে দলে উত্তাপও ছড়িয়েছে।
বড় দুটি রাজনৈতিক দল ও জোটের বাইরে একমাত্র বিকল্প ধারার সভাপতি ও সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীই আওয়ামী লীগ ও বিএনপির কাউন্সিলে অংশ নিয়েছেন। জানতে চাইলে তিনি বলেন, আওয়ামী লীগ ও বিএনপির কাউন্সিলে খুব বেশি পার্থক্য আমার চোখে পড়েনি। তবে আওয়ামী লীগের কাউন্সিলে ঐশ্বর্যে’র বহিঃপ্রকাশ অনেক বেশি ছিল, যা আগে কখনো দেখিনি। তা ছাড়া প্রধানমন্ত্রীর উদ্বোধনী বক্তব্যে সাফল্যের কথা সবিস্তারে তুলে ধরা হলেও রাজনৈতিক সমস্যার কথা এড়িয়ে যাওয়া হয়েছে।
অবশ্য মহাসচিব পদসহ গুরুত্বপূর্ণ কমিটি কাউন্সিলের সঙ্গে সঙ্গে ঘোষণা করা প্রশংসনীয় কাজ, যেটি বিএনপি করতে ব্যর্থ হয়েছে বলে মনে করেন সাবেক এই রাষ্ট্রপতি। তিনি বলেন, প্রশ্নবিদ্ধ নির্বাচন চাই না’Ñপ্রধানমন্ত্রীর এমন বক্তব্য অবশ্যই সাহসী। কারণ এর মধ্য দিয়ে তিনি স্বীকার করে নিলেন, আগের নির্বাচনটি প্রশ্নবিদ্ধ ছিল। তবু তাঁর ওই কথা আশার আলো হিসেবে চিন্তা করব কি না তা ভবিষ্যতে সবাইকে নিয়ে নির্বাচন করলে বোঝা যাবে।
রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক এমাজউদ্দীন আহমদের মতে, ক্ষমতায় থাকার নানা সুবিধা নিয়ে জাতীয় কাউন্সিল করে আওয়ামী লীগ সারা ঢাকা শহর কাঁপিয়ে দিয়েছে। কিন্তু বিএনপি সে সুবিধা পায়নি। তাদের মাত্র এক দিন আগে অনুমতি দেওয়া হয়েছে। তা সত্ত্বেও এটি ঠিক যে, কাউন্সিলের মধ্য দিয়ে নেতা নির্বাচিত করে তাৎক্ষণিকভাবে কমিটি ঘোষণা হলে বিএনপি গতিশীল হতো। কিন্তু অমনক দিন ধরে সেটি না করায় বিএনপির নেতাকর্মীরা ক্ষুব্ধ হয়েছে, হতাশ হয়েছে। এর ফলে দলটিতে বিভেদ বা বিভাজন বেড়েছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এটি স্পষ্ট যে শক্তিশালী নেতৃত্বের পতাকাতলে আওয়াম লীগ এ মুহূর্তে অনেক বেশি ঐক্যবদ্ধ। কিন্তু কেন্দ্র থেকে প্রান্ত পর্যন্ত বিএনপিতে সেই ঐক্য বা উদ্দীপনা সৃষ্টি হয়নি। ইতিবাচক বক্তব্যের দিক দিয়ে বিএনপি চেয়ারপারসনের বক্তব্য বেশি প্রশংসিত হয়েছে বলেও মনে করেন এই রাষ্ট্রবিজ্ঞানী।
গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা বিশিষ্ট মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরীর মতে, আওয়ামী লীগ ও বিএনপির কাউন্সিলের মূল পার্থক্য হলোÑশেখ হাসিনা সুপার রাজনৈতিক খেলোয়াড়। চমৎকার খেলে তিনি তাঁর বাবা শেখ মুজিবের আমলকেও ছাড়িয়ে গেছেন। কিন্তু খালেদা জিয়া নানা কারণে অবসাদে ভুগছেন। তা ছাড়া কিছু লোক তাঁকে ঘুম পাড়িয়ে রেখেছে। যে কারণে বিএনপিও ঘুমাচ্ছে। তিনি বলেন, শেখ হাসিনা তাঁর প্রজ্ঞা দিয়ে দলের মধ্যকার সব বিরোধী নেতাকে শায়েস্তা করে গুরুত্বপূর্ণ কমিটির বাইরে রেখেছেন। পাশাপাশি আগামী কাউন্সিলে সজীব ওয়াজেদ জয় ইমার্জ করবেনÑএই ব্যবস্থাও পাকাপোক্ত করেছেন। দলের সাধারণ সম্পাদক হিসেবে ওবায়দুল কাদেরও সঠিক পছন্দ। আর খালেদা জিয়ার ঘুম থেকে না জাগলে হবে না। তিনি কমিটি দিয়েছেন বেশ কয়েক মাস পরে। এতে দল স্থবির হয়ে গেছে। তাঁর মতে, কাউন্সিলে খালেদা জিয়ার বক্তব্য অবশ্যই ইতিবাচক। কারণ তিনি প্রতিশোধ নেবেন না বলেছেন। শেখ মুজিবের অবদানের কথাও তিনি স্বীকার করেছেন। কিন্তু সিদ্ধান্তহীনতাই বিএনপিকে ডোবাবে, যোগ করেন তিনি।
ডা. জাফরুল্লাহ চৌধুরী মনে করেন, আওয়ামী লীগের কাউন্সিলে যোগ দিয়ে বিএনপি নেত্রীর বক্তৃতা দেওয়া উচিত ছিল। বলা উচিত ছিল, এই সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপিকে অনুমতি না দিলেও আপনি কাউন্সিল করছেন। কিন্তুসেখানে গয়েশ্বর চন্দ্র রায় বাধা দিয়েছেন। তাঁর মতে, এখনো সময় আছে, সকাল ১০টা থেকে তিনি কাজ শুরু করলে বিএনপি ক্ষমতায়ও যেতে পারে।জাতীয় পার্টির কো-চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের মতে, অত্যন্ত স্মার্টলি আওয়ামী লীগ তাদের কমিটিগুলো আগে ঘোষণা করতে পেরেছে, যেটি বিএনপি পারেনি। এটি তাদের সফলতা। কিন্তু বাকি প্রায় সব বিষয়ে দুটি দলে মিল আছে। আওয়ামী লীগে শেখ হাসিনা এবং বিএনপিতে খালেদা জিয়াÑগণতান্ত্রিকভাবে দুটি দলেই একনায়কতন্ত্র চলছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ক্ষমতায় থেকে কাউন্সিল করলে সরকারি সুযোগ-সুবিধা সব সময়ই বেশি ব্যবহার করা যায়। ক্ষমতায় থেকে বিএনপিও একবার জাঁকজমকপূর্ণভাবে কাউন্সিল করেছে। এবার আওয়ামী লীগ একটু বেশি করেছে এই যা!
কাউন্সিলের মিল-অমিল : আওয়ামী লীগ ও বিএনপি দুই দলের কাউন্সিলেই রূপকল্প ঘোষণা করা হয়েছে। ভিশন ২০৪১ রূপকল্প ঘোষণা করে সেখানে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ জন্য নেতাকর্মীদের তালিকা তৈরি করে তা পাঠানোর আহ্বান জানিয়েছেন তিনি। এ ছাড়া তাঁর বক্তৃতায় আগামী নির্বাচনের প্রস্তুতি নেওয়ার জন্য নেতাকর্মীর প্রতি আহ্বান জানানো হয়েছে।বিএনপির কাউন্সিলে ‘ভিশন ২০৩০’ রূপকল্প ঘোষণা করে চেয়ারপারসন খালেদা জিয়ার দেওয়া ইতিবাচক বক্তব্য জনমনে বেশ সাড়া ফেলেছিল। বলা হয়েছিল, ভবিষ্যতে ক্ষমতায় গেলে প্রধানমন্ত্রীর ক্ষমতায় ভারসাম্য এনে দুই কক্ষের সংসদ করা হবে। অর্থাৎ প্রজাতন্ত্রের নির্বাহী ক্ষমতায় ভারসাম্য আনা হবে। প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতির বিপরীতে নতুন ধারার রাজনীতি ও সরকার প্রতিষ্ঠারও অঙ্গীকার করেন খালেদা জিয়া। বক্তব্যে খালেদা জিয়া সংলাপের আহ্বান জানানোর পাশাপাশি সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে কঠোর অবস্থান ঘোষণা করেন।প্রসঙ্গত, আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সম্পাদকমন্ডলীর ২২ সদস্যের নাম ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এ ঘোষণা দেন দলটির নবনির্বাচিত সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গঠনতন্ত্র অনুসারে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিতে সম্পাদকমন্ডলীর সদস্য রয়েছেন ৩৪ জন। এর মধ্যে সম্পাদকম-লীর ২৭টি পদের নাম ঘোষণা করা হয়েছে। বাকি সাতটি পদের কোনো নাম এখনো ঘোষণা করা হয়নি।উল্লেখ্য, সদ্য শেষ হওয়া দুই দিনব্যাপী আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনে পুনরায় দলের সভাপতি নির্বাচিত হন শেখ হাসিনা। আর সাধারণ সম্পাদক হন ওবায়দুল কাদের।