জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)‘স্ট্রেংদেনিং গভর্ন্যান্স ম্যানেজমেন্ট প্রজেক্ট’ বাস্তবায়ন করছে। বৃহস্পতিবার এ প্রকল্পের আওতায়অনলাইনে আয়কর বিবরণী দাখিলের পাইলট কার্যক্রম উদ্বোধন করেন এমএ মান্নান। রাজধানীর সেগুনবাগিচায় কর অঞ্চল-১এর সম্মেলন কক্ষে এইঅনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমান। তিনি বলেন, “আগামী ১ নভেম্বর থেকে অনলাইনে আয়কর ও রিটার্ন দাখিলের কার্যক্রম চূড়ান্ত উদ্বোধন করা হবে। এখন থেকে কর বা রিটার্ন দাখিলের জন্য আর এনবিআরে আসতে হবে না।”
প্রতিমন্ত্রী এমএম মান্নান বলেন, অনলাইনে আয়কর ও রিটার্ন দাখিল কার্যক্রম রাজস্ব আহরণ বাড়বে। তবে সাধারণ মানুষের জন্য এটি ‘যত পারা যায়’সহজ করার পরামর্শ দেন তিনি। অনুষ্ঠানে এনবিআরের সদস্য (তথ্য ও সেবা) কালিপদ হালদার কীভাবে অনলাইনে আয়কর জমা এবংবিবরণী দাখিল করা যাবে, তার বিস্তারিত তুলে ধরেন। তিনি বলেন, তাদের ব্যবহৃত সফটওয়্যারের মাধ্যমে সর্বোচ্চ ৩৭ লাখ মানুষ আয়কর বিবরণী দাখিল করতে পারবেন। বর্তমানে বাংলাদেশে করদাতার সংখ্যা ১১ লাখ।