পটুয়াখালীতে যুদ্ধাপরাধ মামলার অন্যতম স্বাক্ষী বীরঙ্গনা মনোয়ারা বেগম কে পাঁচ রাজারের বিরুদ্ধে স্বাক্ষী না দিতে প্রলভন, খুন, জখম ও গুমের হুমকি দাতা সাংবাদিক জাফর খান ও জাকির হোসেনের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে বৃহস্পতিবার পটুয়াখালীতে বিক্ষোভ করেছে আমরা মুক্তিযুদ্ধের উত্তোরাধিকার’র ব্যানারে জেলা আওয়ামীলীগ, গণজাগরণমঞ্চ ও মুক্তিযোদ্ধারা।
পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারক লিপি পেশ করে। আজ বেলা ১১ টায় বিশাল বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধ ও জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আলহাজ্ব কাজী আলমগীর ও সাংগঠনিক সম্পাদক এ্যাড.সৌমেন্দ লাল চন্দ। বিক্ষোভ মিছিল ও সমাবেশে পটুয়াখালীর পৌর মেয়র ডাঃ মোঃ শফিকুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান এ্যাড. তারিকুজ্জামান মনি, গণ জাগরণ মঞ্চের সমন্বয়ক সুভাষচন্দ কালু উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ১৯ অক্টোবর মনোয়ারার ইটবাড়িয়ার বাড়িতে যায় দৈনিক যুগান্তর সাংবাদিক জাফর খান ও দৈনিক ইনকিলাব এবং চ্যানেল ২৪ ফোরের সাংবাদিক মোঃ জাকির হোসেন। তারা যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে বিচারধীন ইটবাড়য়ার মামলার ৫ রাজাকারের পক্ষে স্বাক্ষী দিতে দুই লক্ষ টাকা ও বাড়ী করে দেয়ার প্রলভন দেখায়। এতে বীরঙ্গনা মনোয়ারা সম্মত না হলে প্রকাশ্যে তাকে খুন, জখম ও গুমের হুমকি দেয়। এ ঘটনার সদর থানায় ২১ অক্টোবর ৮৩২ নং জিডি করে মনোয়ারা বেগম। পরে পুলিশ ২৪ অক্টোবর রাতে ঐ দুই সাংবাদিককে গ্রেফতার করে চাঁদাবাজী মামলায় আদালতে পাঠায়। আদালত তাদের জামিন দিলে সাথে সাথে তারা আত্মগোপন করে।