বিদেশে থেকে দলের পদে থাকা ঠিক নয়: জয়

0
0

23-10-16-al-council_sazeb-wajed-joy-7

কাউন্সিলে তৃণমূল নেতারা দাবি তুললেও এখনই আওয়ামী লীগের কমিটিতে আসতে অনাগ্রহ জানিয়েছেন প্রধানমন্ত্রীপুত্র সজীব ওয়াজেদ জয়।যুক্তরাষ্ট্র প্রবাসী তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ জয় বলেছেন, বিদেশে থেকে দলীয় পদ ধরে রাখা ঠিক না। আমি দলের জন্য দেশের জন্য কাজ করতে চাই। রোববার বিকালে আওয়ামী লীগের সম্মেলনস্থল সোহরাওয়ার্দী উদ্যানে দলের গবেষণা সেল সিআরআইয়ের স্টলে গেলে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথা বলেন তিনি।নানা ও মায়ের দল আওয়ামী লীগের সম্মেলনে এবারই প্রথম কাউন্সিলর হয়েছেন ৪৫ বছর বয়সী জয়। পিতৃভূমি রংপুর থেকে তাকে কাউন্সিলর করে পাঠানো হয়েছে।প্রথম দিনের মতো দ্বিতীয় দিনও কাউন্সিলে অংশ নেন জয়।আওয়ামী লীগের কাউন্সিলে প্রধানমন্ত্রীপুত্র সজীব ওয়াজেদ জয়। রোববার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে তাকে পেয়ে আগের দিনের মতোই উচ্ছ্বসিত ছিলেন দলের নেতারা। শেখ হাসিনাপুত্র শনিবার কাউন্সিলে যোগ দিলে দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, শেখ হাসিনা আমাদের শেষ ভরসা। আর এখানে আছেন আরেকজন শেষ ভরসা। তিনিই নেতৃত্ব দিয়ে এগিয়ে নেবেন।এরপর কাউন্সিলে বক্তব্েয বেশ কয়েকজন তৃণমূল নেতা বঙ্গবন্ধুর নাতিকে আওয়ামী লীগের নতুন কমিটিতে আনার দাবি তোলেন।বঙ্গবন্ধুর পর তার মেয়ে শেখ হাসিনা গত ৩৫ বছর ধরে আওয়ামী লীগের নেতৃত্ব দিয়ে যাচ্ছেন

সজীব ওয়াজেদ জয়আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সজীব ওয়াজেদ জয় এখনই অনেক গুরুত্বপূর্ণ পদে আছে।আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিতে নেতৃত্ব পর্যায়ের পদে সজীব ওয়াজেদ জয়কে অন্তর্ভুক্তি করতে কাউন্সিলরদের দাবির পরিপ্রেক্ষিতে শেখ হাসিনা এ কথা বলেন। কাউন্সিলের প্রথম দিন রোববার সমাপনী দিনে এখন পর্যন্ত ৪১ জন জেলার সভাপতি ও সাধারণ সম্পাদক বক্তব্য দিয়েছেন। তাঁদের দুই একজন ছাড়া বাকিরা জয়কে নেতৃত্বে আনার দাবি জানান।মাঠের নেতাদের দাবির পরিপ্রেক্ষিতে শেখ হাসিনা বলেন, ও তো আমার উপদেষ্টা। জয় এখনই গুরুত্বপূর্ণ পদে। এদিকে দুপুরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কমিটিতে আসার ব্যাপারে জয় নিজেও তাঁর অনাগ্রহের কথা বলেছেন।আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ছেলে জয় ইতিমধ্যে প্রধানমন্ত্রী তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টার দায়িত্ব পালন করছেন। আওয়ামী লীগের ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্নের প্রবক্তাও জয় বলে বিভিন্ন সময় প্রধানমন্ত্রী উল্লেখ করেছেন।এদিকে দুপুরে সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের গবেষণা সেল সিবিআইয়ের স্টল পরিদর্শনের সময় জয় সাংবাদিকদের বলেন, বিদেশে থেকে দলীয় পদ ধরে রাখা ঠিক না। তিনি বলেন, তিনি দেশের জন্য কাজ করে যেতে চান।জয় দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র প্রবাসী। বেশির ভাগ সময় বিদেশেই থাকেন তিনি।

আওয়ামী লীগের কমিটিতে নেতৃত্ব পর্যায়ের কোনো পদে সজীব ওয়াজেদ জয়কে দেখতে চান বেশির ভাগ কাউন্সিলর। রোববার কাউন্সিলের দ্বিতীয় দিন এখন পর্যন্ত বক্তব্য দেওয়া অধিকাংশ কাউন্সিলরই জয়কে নেতৃত্বে অন্তর্ভুক্তির দাবি জানিয়েছেন। উপস্থিত কয়েকজন কাউন্সিলর সূত্রে এ কথা জানা গেছে।

জয় আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে। তিনি প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি-বিষয়ক উপদেষ্টাও। এবারই প্রথম আওয়ামী লীগের রংপুর জেলা কমিটির সদস্য জয় কাউন্সিলর হিসেবে দলের ২০তম সম্মেলনে যোগ দিয়েছেন। দ্বিতীয় দিন কাউন্সিল অধিবেশনেও দলের এই কাউন্সিলর উপস্থিত রয়েছেন।শনিবার কাউন্সিলের উদ্বোধনী দিন বিভিন্ন জেলা কমিটির সভাপতিরা জয়কে নেতৃত্বে নিয়ে আসার দাবি জানান। রোববার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত দলের রুদ্ধদ্বার কাউন্সিল অধিবেশনে তৃণমূল নেতাদের দেওয়া বক্তব্যে জয়কে নেতৃত্বে আনার দাবি তোলা হয়।সম্মেলনস্থলে শেখ হাসিনা ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here